শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো শিশুর শরীরে ‘বার্ড ফ্লু’ শনাক্ত টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের ‘তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে’— ইউক্রেনের সাবেক সেনাপ্রধান কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 28 March, 2018 19:29

যৌন হয়রানি নিয়ে মুখ খুললেন ঐশ্বরিয়া

যৌন হয়রানি নিয়ে মুখ খুললেন ঐশ্বরিয়া
মেইল ডেস্ক :

বিশ্বজুড়ে নারীদের যৌন হয়রানি নিয়ে চলছে প্রতিবাদ। হলিউড প্রযোজক হার্ভি উইনস্টিনের বিরুদ্ধে কয়েক মাস আগে বেশ কয়েকজন অভিনেত্রী যৌন হয়রানির অভিযোগ আনার পর ঝড় উঠেছে শোবিজ অঙ্গনে। বলিউডের একাধিক তারকা কথা বলেছেন এই বিষয়টি নিয়ে।

এবার মুখ খুললেন বলিউডের সবচেয়ে প্রভাবশালী বচ্চন পরিবারের পুত্রবধূ ঐশ্বরিয়া রায় বচ্চন। নিজের জীবনের কোনো বাজে অভিজ্ঞতার কথা প্রকাশ করেননি। তবে বিষয়টি নিয়ে নিজের অবস্থান জানিয়েছেন ভারতীয় সংবাদ মাধ্যমে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে ঐশ্বরিয়া বলেন, ‘শুধু ফিল্ম ইন্ডাস্ট্রিতে নয়। সব জায়গাতেই এই সমস্যা নিয়ে আলোচনা হওয়া উচিত। আমার মনে হয়, কোনো নারীকে যদি নিজের আপত্তি সত্ত্বেও কোনো ক্ষেত্রে কম্প্রোমাইজ করতে হয়, সেই অভিজ্ঞতার কথা শেয়ার করা উচিত।’

নারীদের কাজের ক্ষেত্রে হয়রানির শিকার হলে তার প্রতিবাদ করা উচিৎ বলে মন্তব্য করেন ঐশ্বরিয়া। উল্লেখ্য হলিউড প্রযোজক হার্ভি উইনস্টিনের সঙ্গে একাধিকবার সাক্ষাৎ হয়েছে ঐশ্বরিয়ার।

হার্ভির বিরুদ্ধে অভিযোগ নিয়ে ঝড় উঠার পর ঐশ্বরিয়ার এক মূখপাত্র গণমাধ্যমকে জানিয়েছিলেন হার্ভি ঐশ্বরিয়াকেও ঘণিষ্ঠভাবে পেতে চেয়েছিলেন। তবে এই বিষয়টি নিয়ে ঐশ্বরিয়া এখনো নিজ থেকে কিছু বলেননি।

হলিউড-বলিউডে অভিনেত্রীদের যৌন হয়রানির বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হবার পর বাংলাদেশেও একাধিক তারকা এই বিষয়ে কথা বলেছেন। বাংলাদেশের শোবিজ অঙ্গনে হার্ভির মতো মানসিকতার পুরুষ প্রযোজক, পরিচালক আছেন বলে জানিয়েছেন একাধিক অভিনেত্রী।

উপরে