শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 15 April, 2018 00:39

ভারতের ৬৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রী শ্রীদেবী

ভারতের ৬৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রী শ্রীদেবী
মম সিনেমায় শ্রীদেবী
বিনোদন ডেস্ক :

দিল্লির সাস্ত্রী ভবনের পিআইবি সম্মেলন কক্ষে ভারতের ৬৫তম জাতীয় চলচ্চিত্র পুরস্কার ঘোষিত হয়েছে। বিভিন্ন বিভাগে পুরস্কৃতদের নাম ঘোষণা করেছেন তিন জন বিচারক। প্রতিযোগিতা বিভাগে ছিল পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, অন্যান্য ধরনের ছবি এবং চিত্রনাট্য। এ বছরের বিচারক প্যানেলের প্রধান ছিলেন পরিচালক শেখর কাপুর।

বিচারক প্যানেলে ছিলেন ১০ জন সদস্য। তাদের মধ্যে রয়েছেন চিত্রনাট্যকার ইমতিয়াজ হোসেইন, গীতিকার মেহবুব, দক্ষিণ ভারতীয় অভিনেত্রী গৌতমী তাদিমাল্লা, কন্নড় পরিচালক পি সেশাদ্রি, অনিরুদ্ধ রায় চৌধুরী, রঞ্জিত দাস, রাজেশ মাপুস্কর, ত্রিপুরারি শর্মা এবং রুমি জাফ্রি। ঘোষিত এই পুরস্কার প্রদান করা হবে আগামী ৩ মে এবং প্রদান করবেন প্রেসিডেন্ট রাম নাথ কবিন্দ।

এ বছর যারা জাতীয় পুরস্কার পেয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন প্রয়াত শ্রীদেবী। তিনি মম ছবিতে অভিয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কারটি পেয়েছেন। এছাড়া শ্রেষ্ঠ তেলেগু চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন তাপসী পান্নু। নিউটন ছবির নির্মাতা অমিত ভি মাসুরকার হয়েছেন শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ গায়ক হয়েছেন কে জে যেসুদাস, মোরকিয়া ছবিটি হয়েছে শ্রেষ্ঠ শিশুতোষ চলচ্চিত্র, নতুন চলচ্চিত্রকার হিসেবে শ্রেষ্ঠ ইন্দিরা গান্ধী পুরস্কার পেয়েছেন পেম্পেলি, বাংলা ছবি নগরকীর্তনের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পেয়েছেন ঋদ্ধি সেন। বাহুবলী ছবিটি পেয়েছে শ্রেষ্ঠ জনপ্রিয় ছবির পুরস্কার।

ভারতীয় জাতীয় চলচ্চিত্রে পুরস্কারকে সর্বোচ্চ সম্মান হিসেবে দেখা হয়। এদিন দাদাসাহেব পালকে পুরস্কারও ঘোষণা করা হয়েছে। এই পুরস্কারটি পেয়েছেন প্রয়াত বিনোদ খান্না। গত বছর দাদাসাহেব পালকে পুরস্কার পেয়েছেন কাশিনাথুনি বিশ্বনাথ। 

উপরে