শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 18 April, 2018 18:36

কলঙ্কে জোড়া লাগছে ভাঙা প্রেম

কলঙ্কে জোড়া লাগছে ভাঙা প্রেম
মেইল ডেস্ক :

নব্বই দশকের বলিউডের জনপ্রিয়তার তুঙ্গে থাকা তারকার নাম মাধুরী দীক্ষিত। তার হাসি, কথা ও মনকাড়া অভিনয় এখনও ঝড় তোলে অনেক আবেগী পুরুষের হৃদয়ে।

সেই সময়ে তার সঙ্গে জুটি বেঁধে অনেক ব্যবসাসফল ছবি দর্শকদের উপহার দিয়েছেন সঞ্জয় দত্ত। ‘খলনায়ক’ বা ‘সাজন’ সিনেমার মতো অনেক চলচ্চিত্রে জুটি বেঁধে অভিনয় করেছেন তারা।

ব্যক্তিগত জীবনেও বলিউডের আলোচিত প্রেমিকযুগল মাধুরী দীক্ষিত ও সঞ্জয় দত্ত। কিন্তু ১৯৯৩ সালে মুম্বাইয়ের বোমা হামলার সঙ্গে সঞ্জয় জড়িত থাকায় তাদের মধ্যে ছাড়াছাড়ি হয়ে যায়। তারপর আর দুজনকে এক হতে দেখা যায়নি।

তবে এখন শোনা যাচ্ছে সব গুঞ্জন উড়িয়ে দিয়ে প্রযোজক করন জোহরের ড্রামা ঘরানার ‘কলঙ্ক’ সিনেমায় অভিনয় করবেন মাধুরী দীক্ষিত ও সঞ্জয় দত্ত। তাই এবার নিশ্চিত করেই বলা যায় মাধুরী ও সঞ্জয়ের ভাঙা প্রেম আবারো জোড়া লাগছে।

এই সিনেমাটিতে আরও অভিনয় করছেন আলিয়া ভাট, সোনাক্ষী সিনহা, আদিত্য রায় কাপুর, বরুণ ধাওয়ান। ২০১৯ সালের ১৯ এপ্রিল সিনেমাটি মুক্তি পাবে। সঙ্গে ‘কলঙ্ক’ সিনেমার একটি পোস্টারও প্রকাশ করেন করন। মাধুরী ও সঞ্জয়ের এক হয়ে ছবিতে অভিনয় করা বিষয়টি টুইটবার্তায় নিশ্চিত করেছেন প্রযোজক করন জোহর।

এর আগে চলতি বছর গুঞ্জন উঠে, আবারো একসঙ্গে অভিনয় করবেন সঞ্জয়-মাধুরী। করন জোহর প্রযোজিত ‘সিদ্দাত’ সিনেমায় কাজ করবেন তারা। কিন্তু পরবর্তী সময়ে করন জোহর জানান, ‘সিদ্দাত’ সিনেমায় অভিনয় করবেন না সঞ্জয়-মাধুরী। তারপর এ গুঞ্জনে ভাটা পড়ে।

১৯৪০ সালের প্রেক্ষাপটে নির্মিত হবে ‘কলঙ্ক’ সিনেমাটি। এটি পরিচালনা করবেন অভিষেক বর্মণ। সব কিছু ঠিক থাকলে মাধুরী-সঞ্জয় ভক্তরা আবারো একসঙ্গে দেখতে পাবেন তাদের প্রিয় তারকাদের।

উপরে