শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 5 July, 2018 01:37

ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী সোনালি বেন্দ্রে

ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী সোনালি বেন্দ্রে
মেইল ডেস্ক :

বলিউডের জনপ্রিয় নায়িকা সোনালি বেন্দ্রে ক্যানসারে আক্রান্ত হয়েছেন। এখন নিউ ইয়র্কে তার চিকিৎসা চলছে। 

ধবার এক টুইটার পোস্টের মাধ্যমে এ খবর তিনি নিজেই জানিয়েছেন। 

ওই টুইটার বার্তায় হাম সাত সাত হ্যায়, সারফারোস, কাল হো না হো ছবিতে কাজ করা এই অভিনেত্রী বলেন, কখনও কখনও অপ্রত্যাশিতভাবেই জীবন ভিন্ন দিকে মোড় নেয়।

কিছুদিন আগে আমার শরীরে উচ্চ মাত্রায় ক্যানসারের জীবাণু ধরে পড়ে। কিন্তু এমনটা যে হতে পারে সেটা আমরা ঘুণাক্ষরেও ভাবতে পারিনি।

দীর্ঘদিন ধরে শরীরে ব্যথা অনুভব করছিলাম। তখন টেস্ট করাতে গিয়ে অপ্রত্যাশিত এই খবর জানতে পাই।

তিনি আরও বলেন, আমার পরিবার ও বন্ধুরা সবসময় আমার পাশে থাকছেন, সাহস যোগাচ্ছেন। তাদের প্রতি আমি কৃতজ্ঞ।

সোনালি বেন্দ্রে বলেন, দ্রুত ব্যবস্থা নেয়া ছাড়া ক্যানসার থেকে মুক্তি পাবার অন্য কোনও পথ নেই। তাই চিকিৎসকদের পরামর্শ মতো আমি নিউ ইয়র্কে চিকিৎসা নিচ্ছি।

তিনি বলেন, আমি আশাবাদী এবং এই কঠিন যুদ্ধে লড়াইয়ের জন্য বদ্ধপরিকর। গত কয়েক দিনে আমি মানুষের যে ভালোবাসা ও সমর্থন পেয়েছি তা আমাকে শক্তি যোগাবে। আমার পাশে পরিবার ও বন্ধুবান্ধব রয়েছে, আর সেই শক্তিই সামনে থেকে এ লড়াই চালিয়ে যাবো।   

সম্প্রতি জনপ্রিয় টেলিভিশন শো ইন্ডিয়া’স বেস্ট ড্রামেবাজ-এর বিচারক পদে সোনালির জায়গায় হুমা কুরেশিকে নেয়া হয়েছে।

এর আগে বলিউডের আরেক অভিনেত্রী মনীষা কৈরালা ক্যানসারে আক্রান্ত হওয়ার চিকিৎসা নিয়ে আরোগ্য লাভ করেছেন।

উপরে