শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 17 July, 2018 00:33

অ্যামি আওয়ার্ডের ৭০তম আসরের মনোনীতদের তালিকা ঘোষণা

অ্যামি আওয়ার্ডের ৭০তম আসরের মনোনীতদের তালিকা ঘোষণা
ছবি: সংগৃহীত
বিনোদন ডেস্ক :

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের মাইক্রোসফট থিয়েটারে আগামী ১৭ সেপ্টেম্বর বসতে যাচ্ছে অ্যামি অ্যাওয়ার্ডের ৭০তম আসর। এনবিসি চ্যানেল সম্প্রচার করবে অনুষ্ঠানটি। এবারের আসরে সঞ্চালকের ভূমিকায় থাকবেন কলিন জোস্ট ও মাইকেল চে।

এরই মধ্যে অ্যামি আওয়ার্ডের ৭০তম আসরের মনোনীতদের তালিকা ঘোষণা করা হয়েছে। 

এবার ‘গেম অব থ্রোনস’ ২২টি, ‘স্যাটারডে নাইট লাইভ’ ও  ‘ওয়েস্ট ওয়ার্ল্ড’ ২১টি করে মনোননয় পেয়েছে। এছাড়া ‘দ্য অ্যাসাসিনেশন অব গিয়ানি ভার্সাস : আমেরিকান ক্রাইম স্টোরি’ ১৮টি এবং ‘অ্যাটলান্টা’ ১৬টি মনোনয়ন পেয়েছে শীর্ষ তালিকায় রয়েছে।

চলতি বছর ‘এইচবিও’-কে পেছনে ফেলে সবচেয়ে বেশি মনোনয়ন জেতা প্ল্যাটফর্ম ‘নেটফ্লিক্স’। সর্বমোট ১১২টি মনোনয়ন জিতেছে প্ল্যাটফর্মটি। এবারে অ্যামি অ্যাওয়ার্ডের মনোনয়নপ্রাপ্তদের মধ্যে সেরা কমেডি সিরিজ হিসেবে মনোনয়ন পেয়েছেন অ্যাটলান্টা, ব্যারি, ব্ল্যাক-ইশ, কার্ব ইয়োর এনথুসিয়াজম, গ্লো, দ্য মার্ভেলাস মিসেস মেইসেল, সিলিকন ভ্যালি, আনব্রেকেবল কিমি শিমিট।

সেরা ড্রামা সিরিজ: দ্য আমেরিকানস, দ্য ক্রাউন, গেম অব থ্রোনস, দ্য হ্যান্ডমেইডস টেইল, স্ট্র্যাঞ্জার থিংস, দিস ইজ আস, ওয়েস্টওয়ার্ল্ড। সেরা অভিনেতা (লিমিটেড সিরিজ অথবা সিনেমা): অ্যান্টনিও বান্দেরাস, ড্যারেন ক্রিস, বেনেডিক্ট কাম্বারব্যাচ, জেফ ড্যানিয়েলস, জন লিজেন্ড, জেসে প্লেমনস।

সেরা অভিনেত্রী (লিমিডিটেড সিরিজ অথবা সিনেমা):  জেসিকা বিয়েল, লউরা ডের্ন, মিশেলে ডকেরি, এডি ফ্যালকাউ, রেজিনা কিং, সারা পলসন।

সেরা অভিনেতা (কমেডি সিরিজ): অ্যান্থনি অ্যান্ডারসন, টেড ড্যানসন, ল্যারি ডেভিড, ডোনাল্ড গ্লোভার, বিল হ্যাডার, উইলিয়াম এইচ ম্যাকি।

সেরা অভিনেত্রী (কমেডি সিরিজ): পামেলা অ্যাডলন, র‍্যাচেল ব্রোনাহান, অ্যালিসন জেনি, ইসা রে, ট্রেসি এলিস রোজ, লিলি টমলিন।

সেরা পার্শ্ব অভিনেতা (কমেডি সিরিজ): ব্রায়ান টায়রী হেনরি, হেনরি উইঙ্কলের, লুই অ্যান্ডারসন, অ্যালেক বাল্ডউইন, কেনান থম্পসন, টনি শ্যালহব, টিটাস বার্গেস।

সেরা পার্শ্ব অভিনেত্রী (কমেডি সিরিজ), জাজি বেটজ, লরি মেটকাফ, বেটি গিলপিন, অ্যাইডি ব্রায়ান্ট, লেসলি জোনস, কেট ম্যাকিনন, অ্যালেক্স বোরস্টেইন, মেগান মুলালি। সেরা অভিনেতা (ড্রামা সিরিজ):  জ্যাসন বেটম্যান, ম্যাথিউ রিস, স্টের্লিং কে. ব্লাউন, মিলো ভেনটিমিগলিয়া, এড হ্যারিস,  জেফরি রাইট।

সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ):  সান্দ্রা ওহ, টাটিয়ানা ম্যাসলানি, কেরি রাসেল, ক্ল্যারে ফয়, এলিজাবেথ মস, এভান র‍্যাচেল উড। পার্শ্ব অভিনেতা (ড্রামা সিরিজ):  নিকোলাজ কোস্টার-ওয়ালডাউ, পিটার ডিংকলেজ, ম্যান্ডি প্যাটিনকিন, ডেভিড হার্বার, ম্যাট স্মিথ, জোসেফ ফাইনেস।

সেরা পার্শ্ব অভিনেত্রী (ড্রামা সিরিজ):  লিনা হিডি, মিলি ববি ব্রাউন, ভানেসা কিরবি, অ্যান ডাউড, দ্য হ্যান্ডমেইডস টেইল, ইয়োভন স্ট্রাহোভস্কি, অ্যালেক্সি ব্লেডেল, থানডি নিউটন। সেরা রিয়েলিটি সিরিজ: দ্য অ্যামেজিং রেস, আমেরিকান নিনজা ওয়ারিয়র, প্রজেক্ট রানওয়ে, রুপলস ড্র্যাগ রেস, টপ সেফ, দ্য ভয়েস।

সেরা ভ্যারাইটি স্কেচ সিরিজ : অ্যাট হোম উইথ অ্যামি সেডারিস, ড্রাঙ্ক হিস্ট্রি, আই লাভ ইউ আমেরিকা উইথ সারাহ সিলভারম্যান, পোর্টল্যান্ডিয়া, স্যাটারডে নাইট লাইভ, ট্র্যাসি উলম্যানস শো। সেরা ভ্যারাইটি টক সিরিজ: দ্য ডেইলি শো উইথ ট্রেভর নোয়াহ, ফুল ফ্রন্টাল উইথ সামান্থা বে, জিমি কিমেল লাইভ, লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার, দ্য লেট লেট শো উইথ জেমস কর্ডেন, দ্য লেট শো উইথ স্টেফেন কোলবার্ট।

সেরা লিমিডেট সিরিজ: দ্য অ্যালিয়েনিস্ট, দ্য অ্যাসাসিনেশন অব গিয়ানি ভার্সাস : আমেরিকান ক্রাইম স্টোরি, জিনিয়াস : পিকাসো, গডলেস, প্যাট্রিক মেলরোজ।

উপরে