শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 30 July, 2018 23:26

১৬ সেপ্টেম্বর বিয়ে করছেন প্রিয়াঙ্কা-নিক!

১৬ সেপ্টেম্বর বিয়ে করছেন প্রিয়াঙ্কা-নিক!
বিনোদন ডেস্ক :

বলিউড-হলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ও মার্কিন সঙ্গীত শিল্পী নিক জোনাসের প্রণয়ের বিষয়টি এই মুহুর্তে টক অব দ্যা গ্লামার ওয়ার্ল্ড। এবার তাতে আরো জৌলুস ছড়াতে যাচ্ছে। গুঞ্জন শোনা যাচ্ছে, আগামী ১৬ সেপ্টেম্বর (রোববার) নিকের ২৬তম জন্মদিনে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা।

অনেকটা গোপনেই প্রেম করছিলেন প্রিয়াঙ্কা-নিক। তবে সেই প্রেম বেশি দিন গোপন থাকেনি। যদিও প্রেমের বিষয়ে মিডিয়ার সামনে এখন পর্যন্ত নীরব আছেন প্রিয়াঙ্কা-নিক।

তবে একটা বিষয় তিনি স্বীকার করেছেন। আর তা হলো নিজের মধ্যে বোঝাপড়ার পালাটা সেরে নিচ্ছেন নিক-প্রিয়াঙ্কা।

এবার জানা গেল দারুণভাবেই এগিয়ে চলেছে তাদের এই বোঝাপড়া। সম্প্রতি একসঙ্গে ভারতে ঘুরে গেছেন তারা। এরপর নিকের কনসার্ট দেখতে ব্রাজিল গিয়েছিলেন।

এছাড়া কিছুদিন আগে প্রিয়াঙ্কার ৩৬তম জন্মদিন একসঙ্গে উদযাপন করেছেন। আর এই জন্মদিনেই নাকি গোপনে বাগদান করেছেন নিক-প্রিয়াঙ্কা।

আর সবচেয়ে বড় চমক নাকি হতে যাচ্ছে আগামী ১৬ সেপ্টেম্বর নিকের ২৬তম জন্মদিনে। এদিনই বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন তারা।

বেশ কয়েকটি গণমাধ্যমে এমন খবর গুঞ্জন হিসেবে প্রকাশিত হয়েছে। এই বিয়ের জন্যই সালমানের বিপরীতে ‘ভারত’ সিনেমার কাজ ছেড়ে দিয়েছেন প্রিয়াঙ্কা।

ভারত সিনেমার পরিচালক আলী আব্বাস জাফর প্রিয়াঙ্কা সিনেমা ছাড়ার পর জানান, বিশেষ একটি কারণে সিনেমা থেকে সরে দাঁড়াচ্ছেন প্রিয়াঙ্কা।

টুইটারে তিনি লেখেন, ‘একটি বিশেষ কারণে ‘ভারত’ সিনেমায় কাজ করবেন না প্রিয়াঙ্কা। আর সেই কারণটির জন্য আমরা সকলেই দারুণ খুশি। ভারত ছবির গোটা টিমের তরফে প্রিয়াঙ্কার জন্য অনেক শুভেচ্ছা রইল।’

উপরে