শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো শিশুর শরীরে ‘বার্ড ফ্লু’ শনাক্ত টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের ‘তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছে’— ইউক্রেনের সাবেক সেনাপ্রধান কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা করছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 18 August, 2018 13:14

ঈদে আসছে রুবেলের মিউজিক্যাল ফিল্ম ‘নষ্ট আমি’

ঈদে আসছে রুবেলের মিউজিক্যাল ফিল্ম ‘নষ্ট আমি’
‘নষ্ট আমি’ গানের পোস্টার
বিনোদন ডেস্ক :

ঈদ উপলক্ষে প্রকাশ হচ্ছে তরুণ প্রতিশ্রুতিশীল কণ্ঠশিল্পী রুবেলের গানের ভিডিও ‘নষ্ট আমি’। যাত্রা অচিনপুর অ্যালবামে প্রকাশিত গানটি এরই মধ্যে শ্রোতাদের মধ্যে বেশ সাড়া ফেলেছে। এবার গানটি গল্পভিত্তিক দৃশ্যায়নের মাধ্যমে শ্রোতাদের উপহার দেওয়া হচ্ছে। সংশ্লিষ্টরা একে বলছেন মিউজিক্যাল ফিল্ম ‘নষ্ট আমি’।

একটি শহরে সব ধর্মের মানুষ বসবাস। জীবনের নানা বাঁক, অনুভূতি ফুটে থাকে সর্বত্র। যা মানুষকে ভাবায়, আবেগে ভাসায়। তেমনই এক শহরের গল্পে নির্মিত হয়েছে ভিডিওটি। 

গানটি লিখেছেন মিজানুর রাফি। তানভীর তারেকের সুর ও সঙ্গীতে এতে কণ্ঠ দিয়েছেন রুবেল। 

এরইমধ্যে ইউটিউবে প্রকাশ করা হয়েছে ‘নষ্ট আমি’র ট্রেলার। আজ শনিবার সম্পূর্ণ মিউজিক্যাল ফ্লিমটি লেজার ভিশনের ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ হচ্ছে। 

‘নষ্ট আমি’ গানটি প্রসঙ্গে সিংগাপুর থেকে রুবেল বলেন, ‘অনেক ব্যস্ততার মাঝেও গানটি আমি নিয়মিত করার চেষ্টা করি। দেশের এলে আমার মূল ব্যস্ততা থাকে গান নিয়ে। গানের সাথে সংশ্লিষ্টদের সাথে আড্ডাটা বেশি হয়। বেশ সময় ও যত্ন করে গানটি তৈরি করা হয়েছে। আশা করি সবার ভালো লাগবে।’

তিনি জানান, গত জানুয়ারিতে টানা ৩ দিন গানটির শুটিং হয়। ভিডিওটি পরিচালনা করেছেন ‘পোড়ামন ২’ খ্যাত পরিচালক রায়হান রাফি। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন শিমুল খান এবং জেরি। আরও আছেন আনোয়ার হোসাইন, নেওয়াজ শুভ, সন্দীপ, তুহিন, জুবায়ের এবং আলামিন ও শিবির আহমেদ।

মিউজিক ভিডিওটি নিয়ে আশাবাদী গায়ক। তিনি বলেন, ‘একটু ব্যতিক্রমী গল্পে গানটির ভিডিওটি নির্মাণ করা হয়েছে। দর্শক-শ্রোতারা বিনোদিত হবেন গানটি শুনে ও দেখে এটাই প্রত্যাশা করছি।’

গানের ভয়েসে ভিডিওতে শিল্পীকেও দেখা যাবে।

২০০৩ সালে মিডিয়া জগতে পা রাখেন রুবেল। এরপর মেরিন ইঞ্জিনিয়ারিং করে পাড়ি জমান সিঙ্গাপুরে। ২০১০ সালে প্রকাশিত হয় রুবেলের প্রথম ডুয়েট অ্যালবাম ‘দিনের শেষে’। পরে ২০১২ সালে ‘রাজপথে রুবেল’ শিরোনামের দ্বিতীয় অ্যালবাম বের হয়। ২০১৫ সালে তার প্রথম একক অ্যালবাম ‘যাত্রা অচিনপুর’।

তিন বছর বিরতির পর ‘নষ্ট আমি’ নিয়ে ফিরলেন রুবেল। এই দীর্ঘ বিরতি কেনো? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, পড়াশুনা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। এছাড়া ‘নষ্ট আমি’ গানটি রায়হান রাফি ছাড়া অন্য কেউ পরিচালনা করতে পারতো না। কিন্তু তিনি ‘পোড়ামন’ ছবির কাজ নিয়ে ব্যস্ত ছিলেন। তাই তার অপেক্ষায় ছিলাম।

উপরে