শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 18 August, 2018 19:11

‘টাইটানিক’ ছবিতে অভিনয়ের সুবাদে আজও আয় করে চলেছেন রিস

‘টাইটানিক’ ছবিতে অভিনয়ের সুবাদে আজও আয় করে চলেছেন রিস
রিস থম্পসন (ডানে), টাইটানিকে অভিনয়কালে তার বয়স ছিল ৫ বছর।
বিনোদন ডেস্ক :

ডুবে যাচ্ছে জাহাজ আটলান্টিকের শীতল গহিনে। সেই জাহাজে মা-বোনের সঙ্গে কমদামি টিকিটের যাত্রী এক আইরিশ শিশু।

মা বুঝতে পারছেন লাইফবোটে জায়গা পাওয়ার আশা তাদের নেই। মৃত্যু অনিবার্য। তাই ক্যাবিনে ছোট্ট সোনামণিদের ঘুম পাড়িয়ে মৃত্যুর জন্য অপেক্ষা করছেন তিনি। এভাবেই ক্যাবিনে ঘটে সেই ছোট্ট আইরিশ শিশুর সলিল সমাধি।

আটলান্টিকে 'টাইটানিক' ডুবেছিল ১০৭ বছর আগে। তবে ২১ বছর আগের রুপালি পর্দায় ডুবতে দেখা টাইটানিকের এসব অসামান্য বেদনার দৃশ্য দর্শকের হৃদয় থেকে মুছে যায়নি।

রিস থম্পসন নামের যুবকটি ছিলেন সেদিনের ‘লিটল আইরিশ বয়’। যাকে আজও মনে রেখেছেন ‘টাইটানিক’প্রেমীরা।

জেমস ক্যামেরুন পরিচালিত ‘টাইটানিক’-এর মোট আয় ছিল ২.২ বিলিয়ন মার্কিন ডলার। সে কথা অজানা নয়; তবে ‘টাইটানিক’-এ অভিনয়ের সুবাদে আজও আয় করে যাচ্ছেন এক যুবক এ কথা হয়তো অনেকের জানা নেই।

আন্তর্জাতিক এক গণমাধ্যমে রিস স্মরণ করেন সেদিনের কথা। তিনি বলেন, সেই অভিনয়ের জন্য তিনি ৩০ হাজার মার্কিন ডলার পেয়েছিলেন। টাইটানিক থেকে আয় আমার এখনও হচ্ছে। ৫ বছরের লিটল আইরিশের মৃত্যুর করুণ ট্র্যাজেডির দৃশ্যটি হয়তো এসবের কারণ।

তিনি জানান, ছবি মুক্তির পর থেকে তার বাসার ঠিকানায় চেক আসতে শুরু। ২৫ বছর বয়সে এসেও তিনি চেক পেয়ে চলেছেন অজ্ঞাত-অপরিচিতদের কাছ থেকে। ১০০-৩০০ মার্কিন ডলারের চেক তার নামে আজও আসে প্রতি বছর। যার উৎস শতাধিক বছর আগে ডুবে যাওয়া একটি জাহাজ।

উপরে