শিরোনাম
৮ নভেম্বর লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া! যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা কড়া নিরাপত্তায় নয়াদিল্লির বাংলোয় আছেন শেখ হাসিনা সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিলে দাঁতভাঙা জবাব পাবে ইসরায়েল-যুক্তরাষ্ট্র: খামেনি নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 13 September, 2018 17:29

​নতুন মিউজিক ভিডিও নিয়ে ফিরছেন কন্ঠশিল্পি বুশরা

​নতুন মিউজিক ভিডিও নিয়ে ফিরছেন কন্ঠশিল্পি বুশরা

কলকাতা প্রতিনিধি: নতুন গান নিযে আবারো ফিরেছেন বাংলাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পি বুশরা শাহরিয়ার। কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউ অফ টেকনোলজি-আইআইটি’র মেধাবী  এই শিক্ষার্থী আবারও ফিরছেন তার নতুন মিউজিক ভিডিও “খেলাধুলার বাংলাদেশ” নিয়ে। সম্প্রতি শেষ হয়েছে গানটির শুটিং। ইমন চৌধুরীর সংগিতে গানটির কথা, সুর ও কন্ঠ বুশরা শাহরিয়ার নিজেই।  এর আগে বাংলাদেশ সিরিজের তৃতীয় গান “উৎসবের বাংলাদেশ” ছিল জনপ্রিয়তার শীর্ষে।

মিউজিক ভিডিওটিতে বাংলাদেশের বিভিন্ন খেলা সাতচারা, ফুল টোকা, কানামাছি, হাডুডু, ফুটবল, ক্রিকেট, দাবা, গল্ফ, শুটিং, সুইমিং, জুডু, কারাতে ইত্যাদিকে একটি গল্পের আলোকে তুলে ধরা হয়েছে। ভিডিওটির বাড়তি চমক হিসেবে থাকছে বিভিন্ন তারকা খেলোয়াড়। তারকা ক্রিকেটার মাশরাফি, মুশফিক, মুস্তাফিজ, সনামধন্য ফুটবলার আসলাম, দাবার গ্রান্ড মাস্টার জিয়াউর রহমান সহ আরো অনেক তারকা খেলোয়াড়দের প্রথমবারের মত এই মিউজিক ভিডিওটিতে পার্ফরম করতে দেখা যাবে। এছাড়াও বিদেশী পর্যটকের ভূমিকায় বুশরার সাথে রাশিয়ান মডেল আর্টেমকে অভিনয় করতে দেখা যাবে।
মিউজিক ভিডিওটির দিক নির্দেশনা দিয়েছেন গুনী নির্মাতা তানিম রহমান অংশু। ক্যামেরায় ছিলেন মিছিল সাহা। ঢাকা, পুরান ঢাকা, মানিকগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজারে টানা এক সপ্তাহ শুটিং করে ভিডিওটির ৯০% কাজ সম্পন্ন করা হয়। কিন্তু এর পরপরই পড়াশুনার উদ্দেশ্যে বুশরাকে চলে যেতে হয় ভারতে। সম্প্রতি ভিডিওটির শেষাংশের কাজ সম্পন্ন করার জন্য বুশরা ঢাকায় এসেছেন। শেরে বাংলার মিরপুর স্টেডিয়ামে শুটিংয়ের মধ্য দিয়ে শেষ হয় “খেলাধুলার বাংলাদেশ ” গানটির শেষাংশের কাজ।

 

এশিয়া কাপকে মাথায় রেখে গানটি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে বুশরা শাহরিয়ারের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে আপ্লোড করা হবে।
খেলাধুলার বাংলাদেশ গানটির পৃষ্ঠপোষকতা করেছে বেংগল ডিজিটাল। গানটি এক্সক্লুসিভলি শোনা যাবে জিপি মিউজিক এপ্লিকেশনে।
প্রসঙ্গত, বুশরা শাহরিয়ার বর্তমানে কলকাতার ইন্ডিয়ান ইনস্টিটিউ অফ টেকনোলজি-আইআইটিতে নগর পরিকল্পনা বিভাগে পড়াশুনা করছেন।

উপরে