শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো শিশুর শরীরে ‘বার্ড ফ্লু’ শনাক্ত টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 22 September, 2018 02:21

বন্ধ হয়ে যাচ্ছে সুপারম্যান সিরিজ

বন্ধ হয়ে যাচ্ছে সুপারম্যান সিরিজ
বিনোদন ডেস্ক :

১৯৪৮ সাল থেকে এ পর্যন্ত হলিউডে ‘সুপারম্যান’ সিরিজের অন্তত ১১টি ছবি নির্মিত হয়েছে। পৃথিবীজুড়ে রয়েছে সুপারম্যান চরিত্রের জনপ্রিয়তা। সিরিজের সর্বশেষ ছবি ‘জাস্টিস লীগ’ মুক্তি পায় ২০১৭ সালে।

এ ছবিতে সুপারম্যানের চরিত্রে ব্রিটিশ অভিনেতা হেনরি কেভিলকে দেখা যায়। কেভিলকে নীল রংয়ের পোশাক আর লাল স্কার্ফ নিয়ে উড়তে দেখার চিত্র দর্শককে বেশ আনন্দ দিয়েছিল।

এর আগের ‘ম্যান অব স্টিল’ ও ‘ব্যাটম্যান ভার্সেস সুপারম্যান : ডন অব জাস্টিস’ ছবি দুটিতেও জনপ্রিয় এ অভিনেতাকে দেখা গেছে। দর্শক মহলে অত্যন্ত জনপ্রিয় ও প্রশংসিত হয়েছিল ছবির সুপারম্যান চরিত্রটি। এরপর থেকে সুপারম্যান বলতে দর্শক হেনরি কেভিলকেই জানেন।

কিন্তু এ সিরিজটি কিংবা চরিত্রটি আর দেখা না যাওয়ার কথাই জানিয়েছে প্রযোজনা সংস্থা ওয়ার্নার ব্রস। জানা গেছে, এ সিরিজের ‘শেজাম’ ছবিতে কাজ করার প্রস্তাব দেয়া হয় কেভিলকে। তিনি ব্যস্ততা দেখিয়ে ছবিটিতে কাজ করতে অসম্মতি জানান।

কেভিলকে ভেবেই ছবিটির পরিকল্পনা সাজিয়েছেন পরিচালক। কিন্তু কেভিলের অসম্মতির কারণে প্রযোজনা প্রতিষ্ঠান বেশ অসুবিধায় পড়ে। তাই এ সিরিজটি আর নির্মিত হচ্ছে না বলে জানিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান।

শুধু তাই নয়, ভবিষ্যতে যদি সিরিজটি নির্মাণ করার প্রয়োজনও পড়ে, তবুও কোনো ছবিতেই আর কেভিলকে নেয়া হবে না।

সুপারম্যান না বানালেও সম্পূর্ণ নতুন একটি সিরিজ ‘সুপারগার্ল’ নিয়ে ছবি করার পরিকল্পনা করছে তারা। ১৩ থেকে ১৯ বছরের তরুণীদের নিয়ে নির্মিত হবে ‘সুপারগার্ল’ ভিত্তিক ছবি। তবে ছবিতে কারা অভিনয় করবেন তা এখনও নিশ্চিত করেনি প্রযোজনা সংস্থা।

উপরে