শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 23 September, 2019 06:51
এবার অস্কারের ছবি বাছাই কলকাতায়

ভারতীয় ছবি হিসাবে অস্কারে লড়বে ‘গলি বয়’

 ভারতীয় ছবি হিসাবে অস্কারে লড়বে ‘গলি বয়’

শুভজিৎ পুততুন্ড, কলকাতা থেকে: পার হয়ে গেছে ৯১ বছর। তবুও কলকাতায় জায়গা করেনি অস্কার নির্বাচন। এবার নয়া ইতিহাস গড়ল শহর কলকাতা। ভারতীয় মোট ২৭টি ছবির মধ্যে থেকে অস্কারে যাবে কোন ছবি তারই চুড়ান্ত সিন্ধান্ত নেওয়া হল এবার কলকাতার বুকেই। ভারতের ফিল্ম ফেডারেশন অব ইন্ডিয়ার সভাপতি ফিরদৌসুল হাসানের উদ্যোগেই ইতিহাস গড়ল কলকাতা। 

জুরি সমস্যদের মধ্যে ছিলেন বাঙালী অভিনেত্রি অপর্না সেন। বাংলার কণ্ঠ, নগরকীর্তন, তারিখের পাশাপাশি তালিকায় ছিল বলিউডের আর্টিকেল ১৫, উরি, বদলা কেশরী, গলি বয়-এর মত তাবর তাবর  ছবি। ১৬ তারিখ থেকে দেখতে শুরু করা হয় এই ছবিগুলো। অবশেষে শনিবার ঘোষণা করা হয় গলি বয়-এর নাম। ছবি বাছাই পর্ব চলে কলকাতার বিজলি সিনেমাহলে ।

অস্কার-এর পথে নির্বাচিত হয় জোয়া আখতার পরিচালিত রণবীর সিং ও আলিয়া ভাট অভিনীত সিনেমা গলি বয়। বক্স অফিস জয়ের পাশাপাশি বেশ কয়েকটি পুরস্কার জিতেছে সিনেমাটি। এবার ৯২তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারে সেরা ‘বিদেশি ভাষার সিনেমা’ হওয়ার প্রতিযোগিতায় ভারতের প্রতিনিধিত্ব করবে গলি বয়।

মুম্বাইয়ের ধারাভি বস্তির সরু গলি থেকে উঠে আসা র‍্যাপারের গল্প উঠে এসেছে গলি বয় সিনেমার গল্পে। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন রণবীর সিং, আলিয়া ভাট, কালকি কোচলিন, সিধান্ত চতুর্বেদী। এছাড়া রয়েছেন বিজয় রাজ, বিজয় ভার্মা, অম্রুতা সুভাষ প্রমুখ। সিনেমাটি পরিচালনা করেছেন জয়া আখতার।

সিনেমা নির্বাচনের জুরি কমিটির চেয়ারপার্সন হিসেবে ছিলেন পরিচালক-অভিনেত্রী অপর্ণা সেন। নির্বাচন কমিটির সদস্য হিসেবে ছিলেন পরিচালক প্রতীম ডি গুপ্তও। অন্ধাধুন, আর্টিকেল ফিফটিন, বাধাই হো, বদলা, কণ্ঠ, নগরকীর্তন, তারিখ সহ ২৭টি সিনেমার মধ্যে থেকে নির্বাচিত হয় গলি বয়।

অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সের আয়োজনে ২০২০ সালের ৯ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ৯২তম অস্কার অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠান। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে ২৪টি শাখায় এ পুরস্কার দেওয়া হবে।

উপরে