মারা গেছেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত
বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত (৩৪) মারা গেছেন। মুম্বাইয়ের নিজ বাড়ি থেকে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে।
তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এর আগে চলতি মাসের শুরুতে সুশান্ত সিং রাজপুতের সাবেক ম্যানেজার দিশা সালিয়ান তার এক বন্ধুর বাড়ির জানালা থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেন। সুশান্ত সিং-এর মৃত্যুতে ভারতের বিনোদন ও ক্রিকেট অঙ্গনে শোকের ছায়া নেয়ে এসেছে।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইটারে লেখেন, সুশান্ত সিং রাজপুত একজন উজ্জ্বল তরুণ অভিনেতা ছিলেন, যে খুব তাড়াতাড়ি চলে গেলেন। তিনি টেলিভিশন ও ফিল্মে অসাধারণ অভিনয় করতেন। বিনোদন জগতে তার উত্থান অনেককে অনুপ্রাণিত করেছিল এবং তিনি বেশকিছু স্মরণীয় কাজ রেখে গেছেন। তার মৃত্যুতে আমি হতবাক।
শাহরুখ খান লিখেছেন, সে আমাকে অনেক ভালোবাসতো। আমি তাকে অনেক বেশি মিস করবো। তার শক্তি, উদ্যম এবং তার সুখমাখা হাসি মনে পড়বে। আল্লাহ তার আত্মাকে শান্তি দিক। তার প্রিয়জনদের প্রতি সমবেদনা জানাচ্ছি। তার মৃত্যু অত্যন্ত দু:খজনক।
অভিনেতা হিসেবে জনপ্রিয় হয়েছিলেন তিনি। নতুনদের ভিড়ে নিজেকে অন্যরকমভাবে চিনিয়েছিলেন সুশান্ত।
'পবিত্র রিশতা' টেলিভিশন সিরিয়াল থেকেই পরিচিত মুখ হয়ে ওঠেন সুশান্ত। ২০১৩ সালে 'কাই পো চে' সিনেমার মধ্য দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন তিনি।
সুশান্ত সিং রাজপুতের সবচেয়ে আলোচিত সিনেমা ছিল ‘এম.এস. ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’। ভারতের সর্বকালের অন্যতম সফল ক্রিকেট অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বায়োপিকটি তাকে অনন্য উচ্চতায় নিয়ে যায়।
শুদ্ধ দেশি রোম্যান্স (২০১৩), এমএস ধোনি বায়োপিক (২০১৬), কেদারনাথ (২০১৮), ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী (২০১৫ ) ও পিকে (২০১৪) এর মতো জনপ্রিয় ছবিতে তিনি অভিনয় করেছেন। তাকে শেষ দেখা গিয়েছিল ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ছবি ছিঁছোড়েতে।
১৯৮৬ সালের ২১ জানুয়ারি পটনায় জন্মগ্রহণ করেন সুশান্ত সিং রাজপুত। পরবর্তীকালে দিল্লিতে চলে যায় তার পরিবার। দিল্লি কলেজ অব ইঞ্জিনিয়ারিংয়ে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়েও ভর্তি হন। কিন্তু সেইসময় থেকেই থিয়েটারের দিকে ঝোঁকেন তিনি। নাচও শেখেন।