শিরোনাম
৮ নভেম্বর লন্ডনে যাচ্ছেন খালেদা জিয়া! যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের জার্মানিতে ইরানের সব কনস্যুলেট বন্ধ ঘোষণা কড়া নিরাপত্তায় নয়াদিল্লির বাংলোয় আছেন শেখ হাসিনা সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ইরানের বিরুদ্ধে পদক্ষেপ নিলে দাঁতভাঙা জবাব পাবে ইসরায়েল-যুক্তরাষ্ট্র: খামেনি নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 3 August, 2020 00:07

করোনা জয় করে বাসায় ফিরলেন অমিতাভ বচ্চন

করোনা জয় করে বাসায় ফিরলেন অমিতাভ বচ্চন
মেইল রিপোর্ট :

করোনামুক্ত হলেন ৭৭ বছর বয়েসি বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আজ (২ আগস্ট) বিকালে এক টুইটে এ তথ্য জানান তার পুত্র অভিষেক বচ্চন।

টুইটে অভিনেতা অভিষেক বচ্চন লিখেন—সর্বশেষ কোভিড-১৯ পরীক্ষায় আমার বাবার ফল নেগেটিভ এসেছে। বাবাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বাবা এখন থেকে বাড়িতে বিশ্রামে থাকবেন। আপনাদের দোয়া ও শুভ কামনার জন্য অসংখ্য ধন্যবাদ।

চলতি মাসে জানা যায়, করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন অমিতাভ বচ্চন। এরপর তাকে মুম্বাইয়ের নানাবতী হাসপাতালে ভর্তি করা হয়। সে রাতেই জানা যায়, করোনায় আক্রান্ত হয়েছেন অভিষেক বচ্চনও। তারপর এ অভিনেতাকেও একই হাসপাতালে ভর্তি করা হয়।

তবে অভিষেক বচ্চন এখনো করোনাভাইরাসে আক্রান্ত। বিষয়টি জানিয়ে আরেক টুইটে অভিষেক লিখেন—দুভার্গ্যজনক হলেও এটিই সত্যি যে, আমার কোমরবিডিটিস থাকার কারণে আমি এখনো করোনায় আক্রান্ত। তাই আমাকে আপাতত হাসপাতালেই থাকতে হচ্ছে। আমার পরিবারের পাশে থাকার জন্য আবারো আপনাদের ধন্যবাদ জানাচ্ছি।

অমিতাভ-অভিষেকের কোভিড-১৯ পজিটিভ হওয়ার পর, বচ্চন পরিবারের অন্য সদস্যদেরও এ পরীক্ষা করানো হয়। এতে ঐশ্বরিয়া রাই বচ্চন ও তার কন্যা আরাধ্যর করোনা পজিটিভ আসে। গত ২৭ জুলাই করোনামুক্ত হয়ে হাসপাতাল ছাড়েন তারা। বর্তমানে মেয়ে আরাধ্যকে নিয়ে বাড়িতে বিশ্রামে রয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন।

উপরে