শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 22 December, 2021 22:07

যুক্তরাষ্ট্রে এক হোটেলে শাকিব-বুবলী?

যুক্তরাষ্ট্রে এক হোটেলে শাকিব-বুবলী?
বিনোদন ডেস্ক :

শোনা যাচ্ছে সুদূর যুক্তরাষ্ট্রে একই ছাদের নিচে ছিলেন তারা। কিছুদিন আগে দুজনেই মার্কিন মুলুকে গিয়েছেন। সেখানেই নাকি ঘটেছে এই ঘটনা।

গত সোমবার (২০ ডিসেম্বর) বুবলী ফেইসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায়, নিউ ইয়র্কের হিল্টন গার্ডেন ইন হোটেলের সামনে দাঁড়িয়ে রয়েছেন তিনি। ছবিগুলোর ক্যাপশনে এই নায়িকা লিখেছেন: ‘ফিরে দেখা যুক্তরাষ্ট্র, অনেক স্মৃতির দেশ।’ 

এদিকে গত মঙ্গলবার (২১ ডিসেম্বর) সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে শাকিব খানের একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে, হুডি ও ট্রাউজার পরে রয়েছেন তিনি। কাঁধে ব্যাগ,  চোখে সানগ্লাস। তবে এই ছবি নয়, সবার নজর পড়েছে ব্যাকগ্রাউন্ডে থাকা ভবনটি। কেননা যে ভবনের সামনে শাকিব দাঁড়িয়ে রয়েছেন, বুবলীর ছবিগুলোর সঙ্গে তা হুবহু মিলে যায়। অর্থাৎ শাকিবও হিল্টন গার্ডেনের সামনেই ক্যামেরাবন্দি হয়েছেন।

এরপরই প্রশ্ন উঠেছে, যুক্তরাষ্ট্রে গিয়ে কি একই হোটেলে ছিলেন শাকিব-বুবলী? তারা কি দুজন দেখা করেছেন? তবে কি তাদের মধ্যে দূরত্ব ঘুঁচে গেছে? পর্দার পাশাপাশি বাস্তব জীবনেও কি কাছাকাছি রয়েছেন এই জুটি?

এসব প্রশ্নের উত্তর না মিললেও প্রশ্নগুলো সিনেমাসংশ্লিষ্টদের মনে উঁকি দিচ্ছে। ভক্তরাও পড়েছেন দ্বিধায়। তাদের কৌতূহল বাড়ছে। এখন এই কৌতূহল মেটাতে পারেন শাকিব-বুবলী স্বয়ং। কিন্তু দুজনেই দেশের বাইরে থাকায় এই মুহূর্তে তাদের মন্তব্য জানা যাচ্ছে না। 

উল্লেখ্য এর আগে এই দুই তারকাকে জড়িয়ে বিয়ে-সন্তান জন্মদানসহ নানান রকম গুঞ্জন শোনা গেছে। 

সর্বশেষ দুজন একসঙ্গে কাজ করেছেন ‘লিডার: আমিই বাংলাদেশ’ সিনেমায়। বেঙ্গল মাল্টিমিডিয়ার পরিচালনায় সিনেমাটি পরিচালনা করেছেন তপু খান।

উপরে