শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 8 October, 2022 01:02

ওয়েব সিরিজ লিখলেন শাহরুখপুত্র আরিয়ান খান

ওয়েব সিরিজ লিখলেন শাহরুখপুত্র আরিয়ান খান
বিনোদন ডেস্ক :

বলিউড বাদশা শাহরুখ খান এবং গৌরী খানের বড় ছেলে আরিয়ান খান বলিউডের সবচেয়ে জনপ্রিয় তারকা সন্তানদের মধ্যে অন্যতম। আরিয়ানকে ঘিরে বলিউডজুড়ে প্রত্যাশা থাকলেও আরিয়ান ক্যামেরার সামনে নয়, বরং আড়ালেই কাজ করতে চান। কিং খান নিজেই এ কথা জানিয়েছেন অনেকবার। তাঁর মতে, আরিয়ানের অভিনয়ে কোনো আগ্রহ নেই এবং সে চলচ্চিত্র নির্মাণের সৃজনশীলতার দিকে ঝুঁকছে।

অবশেষে নিজের আলাদা পথে আরো এক ধাপ এগিয়ে গেলেন আরিয়ান। অভিনেতা হিসেবে নয়, লেখক হিসেবেই একটি ওয়েব সিরিজ দিয়ে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন তিনি। ভারতীয় গণমাধ্যম ই-টাইমসের একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে যে আরিয়ানের ওয়েব সিরিজের কাজ এ বছরের শেষের দিকে শুরু হতে যাচ্ছে।

জানা গেছে, একাধিক অভিনেতা ওয়েব সিরিজটির জন্য অডিশন দিচ্ছেন এবং যে গতিতে কাজ শুরু হয়েছে, সে অনুযায়ী শোটি বছরের শেষ নাগাদ শুরু হয়ে যাবে। শোটি ফিল্ম ইন্ডাস্ট্রির চারপাশকে ঘিরে কেন্দ্রীভূত হবে এবং নেটফ্লিক্স শো ‘বার্ড অব ব্লাড’-এর সহ-লেখক বিলাল সিদ্দিকীও আরিয়ানের সঙ্গে এই প্রকল্পে কাজ করছেন। এই বছরের শুরুতে আরিয়ান মুম্বাইয়ের একটি স্টুডিওতে ওয়েব শোটির জন্য একটি পরীক্ষামূলক শুট আয়োজন করেছিলেন।  

আরিয়ানের বেশ কয়েকটি স্ত্রিপ্ট তৈরি হয়েছে বলেও জানা গেছে। তাঁর কাজগুলোর মধ্যে অ্যামাজন প্রাইমের জন্য একটি ওয়েব সিরিজ রয়েছে। এ ছাড়া একটি ফিচার ফিল্ম রয়েছে, যা প্রযোজনা করতে যাচ্ছে তাঁর বাবা শাহরুখ খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট। অ্যামাজন প্রাইমের সিরিজটি একটি ডাই-হার্ড ফ্যানের রোমাঞ্চকর গল্প নিয়ে নির্মিত হতে যাচ্ছে। গুজব রয়েছে যে প্রিত কামানি এই সিরিজটির অংশ হতে পারে। কামানিতে সম্প্রতি শহিদ কাপুরের জার্সিতে দেখা গেছে।  

তবে ফিচার ফিল্মসের বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

গত অক্টোবরে মাদক মামলায় নাম জড়িয়েছিল আরিয়ান খানের। মাদক রাখার অভিযোগে তাকে গ্রেপ্তর করেছিল এনসিবি। তার বিরুদ্ধে মামলাও হয়েছিল। প্রায় এক মাস জেল খেটে জামিনে মুক্তি পেয়েছিলেন আরিয়ান। সেই ঘটনার পর দীর্ঘদিন আড়ালে ছিলেন তিনি। এরপর থেকেই নিজেকে বদলে নিয়েছেন। গুটিয়েও নিয়েছেন অনেকটা। তবে সম্প্রতি আবারও স্বাভাবিক হচ্ছেন তিনি। বন্ধুদের পার্টিতেও যোগদান করতে দেখা যাচ্ছে তাকে। সেই সঙ্গে নিজের কাজেও বেশ মনোযোগ দিয়েছেন শাহরুখপুত্র।

উপরে