শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 16 October, 2022 21:11

শাকিব-পূজা আমেরিকা আর গেলেনই না

শাকিব-পূজা আমেরিকা আর গেলেনই না
বিনোদন ডেস্ক :

একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিতে ১৩ অক্টোবরে শাকিব খান ও পূজা চেরি আমেরিকায় যাওয়ার কথা থাকলেও শুটিং ব্যস্ততার কারণে শাকিব দেশেই থাকবেন বলে গত ২ অক্টোবর আগেই জানিয়েছিলেন চিত্রনায়ক ইমন খান। 

অবশেষে ইমন খানের সেই কথাটাই সত্য হলো। অনুষ্ঠানে যোগ দিতে সহশিল্পীরা আমেরিকায় গেলেও শাকিব খান  এবং পূজা চেরি দুজন এখনও দেশের মাটিতে। 

গত ২ অক্টোবর শাকিব আমেরিকায় যাচ্ছেন না বিষয়টি নিশ্চিত করে ইমন খান জানিয়েছিলেন, শাকিব ভাইয়া আমেরিকায় যাচ্ছেন না। কয়েকদিন আগেই তিনি আমাকে বলেছেন। তবে যত দূর জানি, শাকিব ভাইয়া নতুন ছবির কাজ শুরু করবেন। সেই কারণে ব্যস্ত হয়ে পড়েছেন। তাই এবার যাওয়া হচ্ছে না তার।

আমেরিকায় অনুষ্ঠিত হয়ে আসছে ‘ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডস’। সেই ধারাবাহিকতায় ১৬ অক্টোবর নিউ ইয়র্কের কুইন্স জ্যামাইকার অ্যামাজুরা হলে বসছে এবারের আসর। এবারের আসরের জন্য যারা চূড়ান্ত ছিলেন তাদের মধ্যে শাকিব খান ও পূজা চেরি ছাড়া প্রায় সবাই উড়াল দিয়েছেন নিউ ইয়র্ক শহরে।

অনুষ্ঠানে যোগ দিতে চঞ্চল চৌধুরী, মেহজাবীন চৌধুরী, তানজিন তিশা, তাহসান খান, তাসনিয়া ফারিণ ও শাহনাজ খুশির, জিয়াউল হক পলাশ ও ফারিয়া শাহরীন আমেরিকায় গিয়েছেন। সেখানে পৌঁছানের পর তারকাদের রেডকার্পেট সংবর্ধনা দেয় আয়োজকরা। তাতে বাহারি গাউন পরে মেহজাবীন, তিশা, ফারিণ, ফারিয়া শাহরীনদের লালগালিচায় হাঁটতে দেখা গেছে। বক্তব্য দিতে দেখা গেছেন চঞ্চল, খুশি ও ইমনদেরও।

এদিকে জানা গেছে, দেশের মাটিতে ‘লিডার আমিই বাংলাদেশ’ সিনেমার শুটিংয়ে ব্যস্ত সময় কাটাছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। অন্যদিকে ফেরারী ফরহাদের রোমান্টিক ট্র্যাজেডি গল্প নিয়ে নির্মিত ‘নাকফুল’ সিনেমার ডাবিংয়ে ব্যস্ত সময় কাটাছেন পূজা চেরি।

উপরে