শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান বোমা হামলায় নিহত ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ভূমিকম্পে ভানুয়াতুতে নিহত বেড়ে ১৪ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 19 October, 2022 09:30

আলিয়া ভাট কবে মা হচ্ছেন?

আলিয়া ভাট কবে মা হচ্ছেন?
বিনোদন ডেস্ক :

বছর জুড়ে সংবাদের শিরোনামে ছিলেন ‘রণলিয়া’ জুটি। বছরের প্রথমভাগে এই জুটির বিয়ের আলোচনা, মাঝখানে আলিয়ার অন্তঃসত্ত্বা হওয়ার খবর আর এখন চলছে রণবীর-আলিয়ার সন্তান ভূমিষ্ঠ হওয়ার অপেক্ষা— পুরো বছরটাই যেন নিজেদের করে নিলেন এই তারকা দম্পতি। শুধুই কি ব্যক্তিগত জীবন নিয়ে ছিলেন আলোচনার কেন্দ্রবিন্দুতে? না, ‘ব্রহ্মাস্ত্র’ দিয়েও লিখেছেন বক্স অফিস সফলতার গল্প।

চলতি বছরের এপ্রিলে সেরেছিলেন বিয়ের পর্ব। দীর্ঘ ৫ বছরের প্রণয়গাঁথা পরিণতি পেয়েছিল রণবীর-আলিয়ার বিয়ের মাধ্যমে। সেই রূপকথার গল্প নতুন মোড় নেয় দেড় মাস যেতে না যেতেই! জুন মাসেই আলিয়া ইনস্টাগ্রামে ঘোষণা করেন, মা হতে চলেছেন তিনি। এবার আলিয়ার সন্তানকে নিয়ে সামনে এল বড় আপডেট।

ভারতীয় সংবাদমাধ্যমের তরফে দাবি করা হচ্ছে, দক্ষিণ মুম্বাইয়ের এইচ এন রিলায়েন্স ফাউন্ডেশন হাসপাতালে সন্তান প্রসব করবেন আলিয়া। এই হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রণবীর কাপুরের বাবা ঋষি কাপুর। এটা নিছকই কাকতালীয় নাকি পুরোটাই কাপুর পরিবারের পরিকল্পনা, তা অবশ্য জানা যায়নি।

সবকিছু ঠিকঠাক থাকলে নভেম্বরের শেষে বা ডিসেম্বরের শুরুতে মা হবেন আলিয়া। আপতত গর্ভাবস্থায় তৃতীয় পর্যায়ে রয়েছেন মহেশ ভাট কন্যা। জুনিয়রের আগমনের জন্য ইতিমধ্যেই সাজসাজ রব রণলিয়ার বাড়িতে। এরমাঝে নবরাত্রির শেষদিন হবু মায়ের জন্য 'সাধ'-এর অনুষ্ঠানের আয়োজন করেছিলেন আলিয়ার শাশুড়ি নীতু কাপুর ও ননদ সোনি রাজদান। বেবি সাওয়ারের অনুষ্ঠানে হলুদ সালোয়ারে ঝলমল করেছেন আলিয়া।

ব্যক্তিগত জীবনের পাশাপাশি চলতি বছর আলিয়ার অভিনয় ক্যারিয়ারও ছিল সফলতায় ভরা। রণবীর ঘরণীকে বড় পর্দায় দেখা গিলেছে, ‘গাঙ্গুবাই কাঠিয়াবাড়ি’, ‘আরআরআর’ এবং ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমাগুলোতে। তিনটাই ছিল সুপারহিট। 

এছাড়াও নেটফ্লিক্সে ‘ডার্লিংস’-এ ধরা দিয়েছেন আলিয়া। সবগুলোতেই প্রশংসিত হয়েছে তার অভিনয়। এই বছরই নিজের প্রথম হলিউড প্রজেক্ট ‘হার্ট অব স্টোন’-এর শুটিং সেরেছেন ‘রাজি’ অভিনেত্রী। আগামীতে তাকে দেখা যাবে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’ সিনেমাতে।

উপরে