শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 25 October, 2022 20:05

মারিয়া ক্যালাসের জীবনীতে অ্যাঞ্জেলিনা জোলি

মারিয়া ক্যালাসের জীবনীতে অ্যাঞ্জেলিনা জোলি
বিনোদন ডেস্ক :

যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী বিংশ শতাব্দীর কিংবদন্তি অপেরা শিল্পী মারিয়া ক্যালাসের জীবনের ওপর বায়োপিক তৈরি করতে যাচ্ছেন চলচ্চিত্র নির্মাতা পাবলো ল্যারেন। ‘মারিয়া’ শিরোনামে নির্মিত হতে যাওয়া চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করবেন অস্কার বিজয়ী অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলি।

সত্য ঘটনার ওপর ভিত্তি করে নির্মিত হতে যাওয়া চলচ্চিত্রটি বিশ্বের সর্বশ্রেষ্ঠ অপেরা গায়িকা মারিয়ার জীবনের চড়াই-উতরাই, সফলতা ও টিকে থাকার লড়াইয়ের গল্প নিয়ে নির্মিত হবে। মারিয়া শুধু তার কণ্ঠের জন্যই বিখ্যাত ছিলেন না, অ্যারিস্টটল ওনাসিসের সঙ্গে সম্পর্ক ও সেই সম্পর্ক ভাঙনের পর বিতর্কের জন্যও পরিচিত ছিলেন তিনি।

তিনি ৫৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। ১৯৭০ সালে প্যারিসে তাঁর শেষ দিনগুলো ফুটিয়ে তোলা হবে সিনেমাটিতে, এমনটাই জানা গেছে এক প্রতিবেদনে।

সিনেমাটি পরিচালনা করবেন বিখ্যাত পরিচালক পাবলো ল্যারেন। ২০২১ সালের চলচ্চিত্র ‘স্পেন্সার’-এর জন্য বেশ প্রশংসিত হয়েছেন ল্যারেন। ‘মারিয়া’র চিত্রনাট্য লিখেছেন ‘স্পেন্সার’-এর লেখক, অস্কার মনোনীত স্টিভেন নাইট। জনপ্রিয় টিভি সিরিজ ‘পিকি ব্লাইন্ডার্স’-এর জন্য তিনি সর্বাধিক পরিচিত।  

প্রতিবেদন অনুসারে সিনেমাটি প্রযোজনা করবেন চলচ্চিত্র নির্মাতার ভাই এবং ব্যাবসায়িক অংশীদার জুয়ান ডি ডিওস ল্যারেন। প্রযোজনায় আরো সঙ্গে থাকবেন লরেঞ্জো মিয়েলি এবং জোনাস ডর্নবাচ।

সিনেমাটি সম্পর্কে ল্যারেন বলেছেন, ‘আমার সবচেয়ে গভীর দুটি আবেগ, একটি সিনেমা এবং আরেকটি অপেরা। এই দুটোকে একত্রিত করার সুযোগ পাওয়া আমার জন্য দীর্ঘ স্বপ্নের মতো। গুণী অভিনেত্রী অ্যাঞ্জেলিনার সঙ্গে এটি করা আমার জন্য সৌভাগ্যের। একটি সত্যিকারের উপহার এটি। ’

সম্প্রতি গণমাধ্যম ডেডলাইনকে জোলি বলেছেন, ‘আমি মারিয়ার জীবন এবং কঠিন সংগ্রামের গল্প খুব গুরুত্বসহকারে নিয়েছি। আমি এই চ্যালেঞ্জ মোকাবেলায় আমার সাধ্যমতো দেওয়ার চেষ্টা করব। পাবলো ল্যারেন এমন একজন পরিচালক, যার প্রশংসা আমি দীর্ঘদিন ধরেই করে এসেছি। তাঁর সঙ্গে স্টিভেন নাইটের স্ক্রিপ্ট, আমার জন্য দুর্দান্ত এক সুযোগ।

জোলিকে সর্বশেষ দেখা গেছে মার্ভেলসের ‘ইটারনালস’ এবং ওয়ার্নার ব্রোস-এর ‘দ্য হু উইশ মি ডেড’ চলচ্চিত্রগুলোতে। এ ছাড়া তিনি বর্তমানে পরিচালক হিসেবে তাঁর পঞ্চম সিনেমা ‘উইদাউট ব্লাড’-এর পোস্ট-প্রডাকশনে ব্যস্ত রয়েছেন।

উপরে