শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর সাগরে ডুবে গেল বাংলাদেশ থেকে ফেরা সেই রুশ জাহাজ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 4 November, 2022 00:33

মারাঠি চলচ্চিত্রে নাম লেখালেন অক্ষয় কুমার

মারাঠি চলচ্চিত্রে নাম লেখালেন অক্ষয় কুমার
বিনোদন ডেস্ক :

ঐতিহাসিক মহাকাব্যের গল্পে নির্মিত হতে যাওয়া ‘ভেধাত মারাঠি বীর দৌদলে সাত’ চলচ্চিত্রের মাধ্যেমে ‘মারাঠি’ সিনেমায় আত্মপ্রকাশ করতে যাচ্ছেন বলিউড খিলারি অক্ষয় কুমার। 

‘রাম সেতু’ তারকা প্রথমবারের মতো বড় পর্দায় ছত্রপতি শিবাজি মহারাজকে ফুটিয়ে তুলতে যাচ্ছেন। বলিউডের এই বিশাল তারকা প্রথমবারের মতো মারাঠি সিনেমায় নাম লেখালেন।

মারাঠি ইন্ডাস্ট্রিতে নিজের অভিষেক নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে অক্ষয় কুমার বলেছেন, ‘এটা আমার কাছে স্বপ্নের মতো।

আমি মনে করি বড় পর্দায় ছত্রপতি শিবাজি মহারাজের চরিত্রে অভিনয় করা অনেক বড় দায়িত্ব। রাজ ঠাকরে যখন আমাকে এই চরিত্রে অভিনয় করতে বলেছিলেন তখন আমি অবাক হয়ে গিয়েছিলাম। আমি আর কিছু চিন্তা করিনি, সম্মতি দিয়েছি। ’

চলচ্চিত্রটির নির্মাতা মহেশ মাঞ্জরেকার বলেন, ‘আমি গত সাত বছর ধরে 'বেদাত মারাথে বীর দৌদালে সাত'-এর কাজ করছি। এটি এখন পর্যন্ত সবচেয়ে বড় এবং সর্বশ্রেষ্ঠ মারাঠি চলচ্চিত্র হতে যাচ্ছে এবং এটি দেশব্যাপী মুক্তি পাবে। আমি চাই মানুষ এর গল্প জানুক। ছত্রপতি শিবাজি মহারাজ ছিলেন সবচেয়ে শক্তিশালী হিন্দু রাজা। আমি খুব ভাগ্যবান যে অক্ষয় কুমারকে শিবাজি মহারাজের চরিত্রে অভিনয় করতে রাজি করাতে পেরেছি। আমি বিশ্বাস করি, তিনি এই ভূমিকার জন্য উপযুক্ত হবেন। ’

সিনেমাটি সম্পর্কে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে বলেছেন, 'এই সিনেমাটি সুপার হিট হবে। আমার শুভ কামনা তাদের সঙ্গে রয়েছে। বালাসাহাব ঠাকরে মারাঠি সিনেমার পাশে দাঁড়াতেন। এখন রাজ ঠাকরেও মারাঠি সিনেমাকে সমর্থন করছেন। '

ঐতিহাসিক কাহিনি, ‘বীর দাউদলে সাত’-এর গল্প থেকেই সিনেমাটি নির্মাণ হতে যাচ্ছে। ১৬৭৪ সালে সাতজন বীর যোদ্ধার অসাধারণ সাহসীকতার কাহিনি তুলে ধরা হয়েছে গল্পে, যাদের একমাত্র লক্ষ্য ছিল শিবাজি মহারাজের স্বরাজ্যের স্বপ্নকে বাস্তবে পরিণত করা।  সিনেমাটি ২০২৩ সালের দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে।

উপরে