শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান বোমা হামলায় নিহত ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ভূমিকম্পে ভানুয়াতুতে নিহত বেড়ে ১৪ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 11 March, 2018 11:59

রাশিয়ার গুপ্তচরকে নার্ভ এজেন্ট প্রয়োগের প্রমাণ

রাশিয়ার গুপ্তচরকে নার্ভ এজেন্ট প্রয়োগের প্রমাণ
মেইল ডেস্ক :

রাশিয়ার সাবেক গুপ্তচরকে নার্ভ এজেন্ট প্রয়োগের ২৪০য়ের বেশি সাক্ষ্য প্রমাণ পাওয়া গেছে বলে পুলিশের তদন্ত প্রতিবেদনে জানানো হয়েছে। পুলিশ এখন আরও দুইশোর মতো প্রমাণ খুঁজে বের করার চেষ্টা করছে। ষষ্ঠ দিনের মতো সাবেক রুশ গুপ্তচর সেরগেই স্ক্রিপাল এবং তার মেয়ে ইউলিয়াকে বিষাক্ত রাসায়নিক নার্ভ এজেন্ট ব্যবহার করে হত্যা চেষ্টার তদন্ত চলছে। 

কমপক্ষে পাঁচ স্থানে ফরেনসিক তদন্ত চালানো হয়েছে যেখানে সাবেক রুশ গুপ্তচর এবং তার মেয়ের ওপর অত্যন্ত বিষাক্ত রাসায়নিক নার্ভ এজেন্ট ব্যবহার করা হয় বলে ধারনা করা হচ্ছিল।

তারা যেখানে দুপুরের খাবার খান অর্থাৎ জিজ্জি নামের সলসবেরির একটি পিৎজ্জার দোকানে নার্ভ এজেন্টের সন্ধান মিলেছে। পিৎজ্জার দোকান ছাড়াও স্ক্রিপালের বাড়ি, একটি পানশালা এবং তার স্ত্রী ও ছেলের সমাধি আছে রয়েছে যে কবরস্থানে সেখানেও সন্ধান করা হচ্ছিল নার্ভ এজেন্টের।

জিজ্জিতে দুপুরের খাবারের অন্তত দু’ঘণ্টা পরে সাবেক ঐ রুশ গুপ্তচর ও তার মেয়েকে অত্যন্ত সঙ্কটাপন্ন অবস্থায় কাছেই একটি পার্ক থেকে উদ্ধার করা হয়। তাদের উদ্ধারে যাওয়া একজন পুলিশ কর্মকর্তাও এখন গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন।

নার্ভ এজেন্ট হচ্ছে উচ্চ-ক্ষমতাসম্পন্ন বিষাক্ত রাসায়নিক যা স্নায়ুতন্ত্রকে বিকল বা অকার্যকর করে দিতে পারে এবং তাতে দৈহিক কর্মক্ষমতা বন্ধ হয়ে যেতে পারে। তবে ঐ রেস্টুরেন্টে সে সময়ে আর কারো উপস্থিতির বিষয়ে নিশ্চিত হতে পারেনি তদন্তকারী সংস্থা। স্থানটিকে বর্তমানে আইন শৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে রাখা হয়েছে।

রাশিয়ার একজন সামরিক গোয়েন্দা হিসেবে নিজের দেশের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে যুক্তরাজ্যের গোয়েন্দা সংস্থা এমআইসিক্সকে ইউরোপে রাশিয়ার গোয়েন্দাদের সম্পর্কে তথ্য দিতেন সেরগেই স্ক্রিপাল। বিশ্বাসঘাতকদের হত্যার বিষয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বেশ কিছু প্রমাণ রয়েছে।

ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী জানিয়েছেন এই বিষয়ে রুশ সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়া গেলে তার তীব্র প্রতিবাদ জানানো হবে। যদিও মস্কো তার জড়িত থাকার বিষয়ে অস্বীকার করেছে। ঘটনার তদন্তে কমপক্ষে ২৫০ জন কাউন্টার টেরোরিজম পুলিশ সদস্যসহ সেনা বাহিনীর বিভিন্ন সদস্য নিয়োজিত রয়েছেন। স্ক্রিপাল এবং তার মেয়ে ইউলিয়া দুজনেই এখনো আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সূত্র: বিবিসি

 

 

নিউইয়র্ক মেইল/রাশিয়া/১১ মার্চ ২০১৮/এইচএম

উপরে