শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 13 March, 2018 19:56

রাশিয়ার সঙ্গে বৃহত্তর সামরিক চুক্তি করলো চীন

রাশিয়ার সঙ্গে বৃহত্তর সামরিক চুক্তি করলো চীন
রাশিয়ার প্রেসিডেন্সিয়াল এইড ফর মিলিটারি কোঅপারেশনের দায়িত্বে থাকা ভ্লাদিমির কোজিন
মেইল রিপোর্ট :

বিপুল পরিমাণ অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিনিময়ের জন্য রুশ কর্তৃপক্ষের সঙ্গে চীনের প্রায় সাত বিলিয়ন ডলারের চুক্তি হয়েছে। 

রাশিয়ার প্রেসিডেন্সিয়াল এইড ফর মিলিটারি কোঅপারেশনের দায়িত্বে থাকা ভ্লাদিমির কোজিনের বরাত দিয়ে দেশটির টিভি চ্যানেল রোসিয়া টোয়েন্টিফোর এবং সংবাদমাধ্যম ট্যাজ এই তথ্য প্রকাশ করে।

নিজেদের সামরিক বাহিনীকে আরও শক্তিশালী করে বিশ্বের ক্ষমতাধর দেশগুলো আন্তর্জাতিক মহলে আতঙ্ক ছড়িয়ে যাচ্ছে। এর মাধ্যমে বিভিন্ন দেশকে নিজেদের প্রভাব বলয়ে নেওয়ার পাশাপাশি বাজার দখলের যুদ্ধপ্রস্তুতি নেয় তারা। তারই ধারাবাহিকতায় রুশ-চীনের এই সামরিক চুক্তি -এমনই মনে করছেন বিশ্লেষকরা।

বড় ধরনের সামরিক চুক্তির কথা জানিয়ে কোজিন বলেন, চীনে বেশি সংখ্যক রুশ এয়ারক্র্যাফ্ট সরবরাহ অব্যাহত থাকবে।

প্রসঙ্গত, কিছুদিন আগেই নিজেদের প্রতিরক্ষা বাজেট ঘোষণা করেছে চীন। এতে গত বছরের তুলনায় ৮.১ শতাংশ বৃদ্ধি হয়েছে বলে জানা গেছে। প্রতিরক্ষা খাতে ব্যয়ের জন্য এবার চীন ১৭৫ বিলিয়ন ডলারের প্রস্তাব দিয়েছে। গত বছর চীন তার প্রতিরক্ষা খাতে বাজেট বাড়িয়ে ১৫০.৫ কোটি ডলার করে।

বেইজিংয়ের পক্ষ থেকে জানানো হয়, চীনের বিকাশের জন্যই প্রতিরক্ষা ক্ষেত্রে বাজেট বৃদ্ধি করা হয়েছে। এতে অন্য দেশের কোনো সমস্যা হবে না৷ কারণ চীন শান্তিপূর্ণভাবে এগিয়ে চলার নীতিতেই বিশ্বাসী।

উপরে