শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান বোমা হামলায় নিহত ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ভূমিকম্পে ভানুয়াতুতে নিহত বেড়ে ১৪ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 15 March, 2018 00:42

চতুর্থবারের মতো জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল

চতুর্থবারের মতো জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল
অ্যাঙ্গেলা মার্কেল
মেইল ডেস্ক :

অ্যাঙ্গেলা মার্কেল চতুর্থ দফায় জার্মানির চ্যান্সেলর হয়েছেন। প্রায় ছয় মাসের রাজনৈতিক অচলাবস্থার পর নতুন সরকার পেলো জার্মানি।

বুধবার তিনি শপথ নিয়েছেন।

পার্লামেন্টে ৩৬৪-৩১৫ ভোটে তাকে পুনর্নির্বাচিত করা হয়। দেশটিতে সাধারণ নির্বাচনে লাখ লাখ ভোটারের মন জয়ে ব্যর্থ জার্মানি প্রধান দুই রাজনৈতিক দল। এরপরই মূলত দেশটিতে সরকার গঠন করা নিয়ে জটিলতা দেখা দেয়।

মার্কেলের ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়ন অব জার্মানি পার্টি (সিডিইউ) ও সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির (এসপিডি) কেউই নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পায়নি।

মার্কেলের সিডিইউ ও ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন মিলে এ জোট সরকার গঠন করেছে। তারা পার্লামেন্টের ৭০৯টি আসনের মধ্যে ৩৯৯টি পেয়েছে।
নির্বাচনের ১৭১ দিন পর বুধবার পার্লামেন্ট সরকার গঠনের ব্যাপারে ওই ভোটাভুটি হয়।

এর আগে গেলো বছরের নভেম্বরে ছোট দুটি দলের সঙ্গে মিলে জোট সরকার গঠনের চেষ্টা চালিয়েছিলেন মার্কেল। কিন্তু পরে সেটি ভেস্তে যায়।

এদিকে নতুন জোট সরকারের মন্ত্রিসভায় ব্যাপক রদবদল করা হয়েছে। অর্থ, পররাষ্ট্র ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন মুখ এসেছে।

জার্মানি ইউরোপের সবচেয়ে বড় অর্থনীতির দেশ। অ্যাঙ্গেলা মার্কেল ২০০৫ সাল থেকে দেশটিতে ক্ষমতায় আছেন।

উপরে