শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 25 March, 2018 14:29

মধ্য ও পূর্ব ইউরোপ থেকে ব্যবসা গুটাচ্ছে টেলিনর

মধ্য ও পূর্ব ইউরোপ থেকে ব্যবসা গুটাচ্ছে টেলিনর
মেইল রিপোর্ট :

মধ্য ও পূর্ব ইউরোপ থেকে ব্যবসা গুটিয়ে নিচ্ছে নরওয়ের প্রযুক্তি প্রতিষ্ঠান টেলিনর। 

কোম্পানিটি এ দুই অঞ্চলে তাদের ব্যবসা আর্থিক খাতের প্রতিষ্ঠান পিপিএফের কাছে বিক্রি করে দিচ্ছে। এর জন্য পিপিএফের ব্যয় হচ্ছে ৩৪০ কোটি ডলার।

এই লেনদেনের মধ্যে রয়েছে হাঙ্গেরি, বুলগেরিয়া, মন্টেনিগ্রো ও সার্বিয়ায় টেলিনরের মোবাইল ফোন সেবাও।   

রয়টার্সের খবরে বলা হয়েছে, ব্যবসা বিক্রির অর্থ দিয়ে টেলিনর তার শেয়ারহোল্ডারদের জন্য একটি বিশেষ লভ্যাংশ দেবে। যা বাবদ ব্যয় হবে ৬৬০ কোটি ক্রোনা বা সাড়ে ৮৫ কোটি ডলার। বাকি অর্থ ব্যয় হবে ঋণ পরিশোধ, শেয়ার ক্রয় ও নতুন ব্যবসা অধিগ্রহণে।  

টেলিনরের প্রধান নির্বাহী সিগভে ব্রেক্কে বুধবার এক বিবৃতিতে বলেছেন, টেলিনর এখন স্ক্যান্ডিনেভিয়া ও এশিয়ার দেশগুলোতে লাভজনক পর্যায়ে রয়েছে। ওই এলাকাগুলোতে তারা আরও বেশি মনোযোগ দিতে চান। 
পিপিএফ আশা করছে, আগামী জুনের মধ্যে টেলিনরের সঙ্গে অধিগ্রহণ চুক্তির প্রক্রিয়া শেষ হবে। 

চুক্তি অনুযায়ী, ২০২১ সালের মাঝামাঝি সময় পর্যন্ত তারা নতুন কেনা সেবায় টেলিনরের ব্র্যান্ড ব্যবহার করে যেতে পারবে।

উল্লেখ্য, বাংলাদেশের সবচেয়ে বড় মোবাইলফোন অপারেটর গ্রামীণফোনের ৫৫ দশমিক ৮ শতাংশ শেয়ারের মালিক টেলিনর। গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা বর্তমানে সাড়ে ছয় কোটির বেশি; যা দেশের মোট মোবাইল ফোন সেবাগ্রহীতার প্রায় অর্ধেক।

বাংলাদেশসহ বিশ্বের ১২টি দেশে মোবাইলফোন সেবা কার্যক্রম রয়েছে নরওয়েভিত্তিক কোম্পানিটির।

উপরে