শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 27 March, 2018 13:35

নার্ভ এজেন্ট: বিভিন্ন দেশ থেকে সর্বমোট ১২২ রুশ কূটনীতিক বহিষ্কার

নার্ভ এজেন্ট: বিভিন্ন দেশ থেকে সর্বমোট ১২২ রুশ কূটনীতিক বহিষ্কার
মেইল রিপোর্ট :

ব্রিটেনের মাটিতে সাবেক রুশ গুপ্তচর সের্গেই স্ক্রিপাল ও তার মেয়ে ইউলিয়ার ওপর নার্ভ এজেন্ট হামলার অভিযোগে সবশেষ দুই কূটনীতিককে বহিষ্কারের ঘোষণা দিয়েছে অস্ট্রেলিয়া। 

এর ফলে এই ঘটনার জেরে সর্বমোট ১২২ রুশ কূটনীতিককে বিভিন্ন দেশ থেকে বহিষ্কার করা হলো। 

এরআগে সোমবার ৬০ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে যুক্তরাষ্ট্র। একই দিনে ইউরোপের কয়েকটি দেশও রুশ কূটনীতিকদের বহিষ্কারের ঘোষণা দিয়েছে। দেশটিতে নিযুক্ত রাশিয়ার কূটনীতিকদের বহিষ্কারের পাশাপাশি সিয়াটলে অবস্থিত রুশ কনস্যুলেট বন্ধেরও নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। 

বহিষ্কৃত ৬০ জন কূটনীতিকের মধ্যে ৪৮ জন রাশিয়ার দূতাবাস এবং বাকি ১২ জন নিউইয়র্কে জাতিসংঘের কাজ করছিলেন। তাদের সাতদিনের মধ্যে যুক্তরাষ্ট্র ছেড়ে যেতে বলা হয়েছে।

প্রসঙ্গত, সাবেক গুপ্তচরকে নার্ভ গ্যাস প্রয়োগে হত্যাচেষ্টার অভিযোগ অস্বীকার করে আসছে রাশিয়া। কিন্তু রাশিয়াকে দায়ী করে যুক্তরাজ্য ২৩ জন রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে। যুক্তরাজ্যের সঙ্গে সংহতি জানিয়ে জার্মানি, ইতালি, ফ্রান্স, চেক রিপাবলিক, লিথুনিয়া, অস্ট্রেলিয়া ও ইউক্রেইনও নিজ নিজ দেশ থেকে রুশ কূটনীতিকদের বহিষ্কার করেছে। অর্থাৎ, এখনও পর্যন্ত মোট ১২২ রুশ কূটনীতিককে বিভিন্ন দেশ থেকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে, ব্রিটেনের সাথে একাত্মতা ঘোষণা করে ১৪ ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশসহ ১৮ দেশের রাশিয়ার কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে। সোমবার দেশটির পার্লামেন্টে দেওয়া বক্তব্যে মে বলেন, নার্ভ এজেন্ট হামলায় আরও অন্তত ১৩০বৃটিশ নাগরিকের ক্ষতির আশংকায় রয়েছে।

তিনি বলেন, ‘রাশিয়া ছাড়া আর কোনও দেশের নার্ভ এজেন্ট হামলার “ক্ষমতা ও ইচ্ছা” থাকা স্বাভাবিক নয়। স্ক্রিপাল ও তার মেয়ের অবস্থা গত সপ্তাহ থেকেই অপরিবর্তিত রয়েছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। আর এতেই বোঝা যায় তাদের ওপর প্রয়োগিত নার্ভ এজেন্ট কতটা শক্তিশালী ছিলো।’

অন্যদিকে, বিভিন্ন দেশ থেকে রুশ কূটনীতিকদের বহিষ্কারের প্রতিক্রিয়ায় রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র সোমবার বলেছেন, ‘একই মাত্রার জবাব রাশিয়ার পক্ষ থেকেও দেওয়া হবে। সামনের দিনগুলোতে আমরা এ নিয়ে কাজ করব। জড়িত সবগুলো দেশের বিষয়েই সিদ্ধান্ত নেওয়া হবে।’ 

উপরে