তেলের মূল্য নিয়ন্ত্রণে দীর্ঘমেয়াদী চুক্তি করবে রাশিয়া-সৌদি আরব
বিশ্ববাজারে খনিজ তেলের সবচাইতে বড় দুই সরবরাহকারী রাশিয়া এবং সৌদি আরবের মধ্যে দীর্ঘমেয়াদী চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে।
এই চুক্তির আওতায় বিশ্ববাজারে তেলের মুল্য পতন রোধ করতে নিয়ন্ত্রিত পরিমাণ জ্বালানি তেল উত্তোলন করতে দেশ দুটি ১০ থেকে ২০ বছর মেয়াদী চুক্তি স্বাক্ষর করবে।
সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন যে, ‘ওপেকভুক্ত দেশগুলো সহ রাশিয়াকে নিয়ে ঐতিহাসিক খনিজ তেল উৎপাদন চুক্তির দ্বারপ্রান্তে রয়েছেন তারা, তবে এখনও চুক্তিটির খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনার অবকাশ রয়েছে।’
২০১৪ সালে আকস্মিকভাবেই বিশ্ববাজারে তেলের মুল্য প্রতি ব্যারেল ১০০ডলার থেকে ৩০ ডলারে নেমে আসে। তখন থেকেই তেলের মুল্য বৃদ্ধি করতে নিয়ন্ত্রিত মাত্রায় জ্বালানি তেল উৎপাদনে চুক্তি করে রিয়াদ ও মস্কো। ২০১৭ সালে রিয়াদ-মস্কো অপরিশোধিত তেলের উৎপাদন কমিয়ে মুল্য বৃদ্ধিতে একবছর মেয়াদী এক চুক্তিতেও স্বাক্ষর করে। ফলশ্রুতিতে, এখন তেলের মুল্য ব্যারেল প্রতি ৭০ ডলারে এসে দাঁড়িয়েছে।
তবে জ্বালানি তেল বিশেষজ্ঞদের মতে মার্কিন যুক্তরাষ্ট্রের উৎপাদিত তেলের কারনেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের মুল্য ৭০ ডলার ছাড়িয়ে যেতে পারছেনা।
সূত্র: আল জাজিরা, ফাইন্যান্সিয়াল পোস্ট