রাশিয়ায় শপিংমলে অগ্নিকাণ্ড: গভর্নরের পদত্যাগ
রাশিয়ার সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলে ২৫ মার্চ রোববার একটি শপিংমলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় কেমেরোভো অঞ্চলের দীর্ঘদিনের গভর্নর আমান তুয়েইয়েভ রোববার (১ এপ্রিল) পদত্যাগ করেছেন।
গভর্নরের কার্যালয় থেকে প্রকাশিত এক বার্তায় বলা হয়েছে, ‘কেমেরোভো অঞ্চলের গভর্নর আমান তুলেইয়েভ পদত্যাগ করেছেন। তার পদত্যাগপত্র রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে হস্তান্তর করা হয়েছে।’
৭৩ বছরের তুলেইয়েভ ১৯৯৭ সাল থেকে ওই অঞ্চলের গভর্নরের দায়িত্ব পালন করেন।
উল্লেখ্য, চলতি বছরের মার্চের ২৫ তারিখ রাশিয়ার সাইবেরিয়ার কেমেরোভো অঞ্চলের একটি শপিংমলে অগ্নিকাণ্ডের ঘটনায় নারী ও শিশুসহ নিহত হয়েছেন অন্তত ৬৪ জন।
রোববার ছুটির দিনের বিকেলে উইন্টার চেরি কমপ্লেক্স নামের ওই শপিংমলের উপরের ফ্লোরে যখন আগুনের সূত্রপাত হয়, অনেকেই তখন সিনেমা দেখায় মগ্ন ছিলেন। মস্কো থেকে ২ হাজার ২০০ মাইল পূর্বে কেমেরোভো এলাকাটি রাশিয়ার অন্যতম কয়লা উৎপাদনকারী অঞ্চল হিসেবে পরিচিত।