ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী ব্যবস্থার পরীক্ষা চালালো রাশিয়া
রাশিয়া সফলভাবে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী ব্যবস্থার পরীক্ষা চালিয়েছে। একটি আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র পরীক্ষা করার কয়েকদিনের মাথায় এ ব্যবস্থার পরীক্ষা করল মস্কো।
রাশিয়ার অ্যারোস্পেস ফোর্সের বিমান ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা বিভাগের ডেপুটি কমান্ডার মেজর জেনারেল আন্দ্রে প্রিখোদকোর বরাত দিয়ে রুশ গণমাধ্যম জানিয়েছে, নতুন করে আধুনিকায়ন করা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র-বিধ্বংসী ব্যবস্থা সফলতার সাথে তার লক্ষ্য পূরণ করেছে এবং সুনির্দিষ্ট সময়ের মধ্যে পূর্বনির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়। কাজাখস্তানের সারি শাগান কেন্দ্র থেকে এ ক্ষেপণাস্ত্র ব্যবস্থার পরীক্ষা চালানো হয়।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে প্রকাশিত দৈনিক ক্রাসনাইয়া জেভেজদা বলেছে, নতুন এ ব্যবস্থা রাশিয়াকে বিমান ও মহাকাশ হামলা থেকে রক্ষা করবে। পাশাপাশি শত্রুর বিরুদ্ধে এ ব্যবস্থা ব্যবহার করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো যাবে এবং শত্রুর হামলার বিষয়ে সতর্ক করা যাবে।
রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, এ ব্যবস্থা এরইমধ্যে সামরিক বাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং মস্কো শহরকে রক্ষা জন্য তা ব্যবহার করা হচ্ছে।