ট্রাম্প-কিম বৈঠক আয়োজন করবে না রাশিয়া: রুশ পররাষ্ট্রমন্ত্রী
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা মি জং-উনের আসন্ন বৈঠকের আয়োজক দেশ রাশিয়া হতে পারে বলে যে খবর গণমাধ্যমে এসেছে, তা নাকচ করে দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরোভ।
লাভরোভ বলেন, রাশিয়া কখনোই ওই বৈঠকটি আয়োজনের প্রস্তাব করবে না। এর আগে, ট্রাম্প বলেছেন তিনি কিমের সঙ্গে বৈঠক আয়োজনের লক্ষ্যে সবরকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
গত ডিসেম্বরে গণমাধ্যমে একটি খবর বের হয়, যদি মস্কো থেকে এধরণের কোনও নির্দেশনা আসে, তবে যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়া বৈঠকটি রাশিয়া আয়োজন করতে পারে।
রুশ উপ-পরমাণু মধ্যস্ততাকারী ওলেগ বারমিস্ট্রভের সূত্র দিয়ে সংবাদসংস্থা আরআইএ জানায়, ‘যদি প্রয়োজন হয় আমরা যুক্তরাষ্ট্র-উত্তর কোরিয়ার বৈঠকের জন্য স্থান খুঁজে দেওয়ার বিষয়ে সহায়তা করতে পারি। আমন্ত্রণ জানানো হলে আমরা অবশ্যই এ বৈঠকে অংশ নেবো।’
বুধবার হোয়াইট হাউজের পক্ষ থেকে জানানো হয়, ট্রাম্প-কিম এখনও সরাসরি কিছু না বললেও, প্রেসিডেন্ট ট্রাম্প নিশ্চিত করে বলেছেন, ওয়াশিংটন ও পিয়ংইয়ং দু’পক্ষই ‘অত্যন্ত উচ্চপর্যায়ের’ যোগাযোগের মাধ্যমে ঐতিহাসিক বৈঠকটি সফল করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।