প্যারিসে ‘মুখোশধারী’ ২০০ বিক্ষোভকারী আটক
মেইল রিপোর্ট :
বার্ষিক মে দিবসে ফ্রান্সের রাজধানী প্যারিসে বিক্ষোভের সময় মুখোশধারী ২০০ লোককে গ্রেফতার করেছে পুলিশ।
বিক্ষোভকারীরা দোকানপাটের জানালা ভাংচুর, গাড়িতে অগ্নিসংযোগ করার পর প্যারিস পুলিশ এ পদক্ষেপ নেয়। নৈরাজ্য ঠেকাতে পুলিশ প্রথমে কাঁদানে গ্যাস ও জলকামান ব্যবহার করে।
এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শ্রমিক ইউনিয়নগুলোর আয়োজিত ১ মে বিক্ষোভে প্রায় ১২ শ' মুখোশধারী ও হুড পরা বিক্ষোভকারী যোগ দিয়েছিল। তারাই জনতাকে ভাংচুর ও অগ্নিসংযোগের দিকে ঠেলে দেয় বলে অভিযোগ রয়েছে।
উল্লেখ্য, মে দিবসকে উপলক্ষ করে জনতা প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকারি শ্রম সংস্কার নীতির প্রতিবাদ জানাচ্ছিল। কিন্তু ব্ল্যাক ব্লকস নামে পরিচিত উগ্র বাম নৈরাজ্য সৃষ্টিকারী গ্রুপটি সুযোগটি লুফে নিয়ে তাণ্ডব চালায় বলে বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়।