শিরোনাম
সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের বক্তব্যে ভারতে তোলপাড়, বাংলাদেশের জবাব মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত পুতিনের লিমোজিনে বিস্ফোরণ, হত্যাচেষ্টা নাকি দুর্ঘটনা? ভারতে আবারও ২২ মাওবাদী নিহত দক্ষিণী নির্মাতার হাত ধরে খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ‘মেগা’ ভূমিকম্পে জাপানে ৩ লাখ মানুষের প্রাণ যেতে পারে নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 8 May, 2018 16:18

চতুর্থবারের মতো শপথ নিলেন পুতিন

চতুর্থবারের মতো শপথ নিলেন পুতিন
মেইল রিপোর্ট :

রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে চতুর্থবারের মতো শপথ নিলেন ভ্লাদিমির পুতিন। ৭ মে সোমবার গ্র্যান্ড ক্রেমলিন প্যালেসে আরও ছয় বছর রাশিয়ার প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের জন্য শপথ নেন তিনি। 

তাকে সমর্থন করার জন্য রাশিয়ার নাগরিকদের ধন্যবাদ জানিয়ে শপথ অনুষ্ঠানে পুতিন বলেন, আমার কাঁধে যে বিশাল দায়িত্ব, তা আমি জানি। আমি বিশ্বাস করি জীবনের শেষদিন অবধি রাশিয়ার জন্য কাজ করে যাব।

নির্বাচনে প্রায় ৭০ ভাগ ভোটে নির্বাচিত হন পুতিন। অবশ্য তার সবচেয়ে বিপজ্জনক প্রতিদ্বন্দ্বী অ্যালেক্সেই নাভালনিকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেয়া হয়নি।

এদিকে পুতিনের শপথ নেয়াকে কেন্দ্র করে বিক্ষোভ দেখান বেশ কিছু নাগরিক। শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে দেশটির ১৯টি শহর থেকে এক হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের অর্ধেকই গ্রেপ্তার হয়েছেন রাজধানী মস্কো থেকে। এদিকে রাশিয়ার বিভিন্ন শহরে পুতিন বিরোধীরা বিক্ষোভ করছে। রাশিয়ার নির্বাচনে প্রভাব খাটিয়ে ক্ষমতায় এসেছেন এমনও অভিযোগ উঠেছে পুতিনের বিরুদ্ধে।

উল্লেখ্য, ২০০০ সালে প্রেসিডেন্ট বরিস ইয়েলেতসিন পদত্যাগ করার পর কার্যনির্বাহী প্রেসিডেন্ট হিসেবে স্থলাভিষিক্ত হন পুতিন। ২০০৪ সালে ৭০ শতাংশের বেশি ভোট পেয়ে পুনর্নির্বাচিত হন তিনি। ফের ক্ষমতায় আসেন ২০১২ সালে। রাশিয়ার সংবিধান অনুযায়ী পুতিন ২০২৪ সালে আর নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।

উপরে