শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান বোমা হামলায় নিহত ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ভূমিকম্পে ভানুয়াতুতে নিহত বেড়ে ১৪ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 30 May, 2018 02:57

ঢাকা এসোসিয়েশন ইউকের কার্যনির্বাহী কমিটি গঠন

ঢাকা এসোসিয়েশন ইউকের কার্যনির্বাহী কমিটি গঠন
মেইল ডেস্ক :

এম আসাদুজ্জামান বুলবুল সভাপতি এবং আমান উল্লাহকে সাধারন সম্পাদক নির্বাচিত করে যুক্তরাজ্য বসবাসরত প্রকৃত ঢাকাবাসীদের নিয়ে ঢাকা এসোসিয়েশনের পূর্নাঙ্গ  কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। 

গত ২২ মে লন্ডনস্থ একটি রেস্টূরেন্টে এডহক কমিটির সকলের উপস্থিতিতে এবং পুর্ন সম্মতিতে নব নির্বাচিত কমিটির নাম ঘোষণা করা হয়।

২০১৭ সালের এপ্রিল মাসে এক সাধারন সভার মাধ্যমে এডহক কমিটি গঠন করে ঢাকা এসোসিয়েশন ইউকের কার্যনির্বাহী কমিটি গঠিত তাদের হাতে কতিপয় দায়িত্ব অর্পন করা হয়েছিল। এডহক কমিটির প্রধান জনাব আবু আহমেদ খিজিরের নেতৃত্বে নিরলস ভাবে এক বছর কাজ করে  কার্যনির্বাহী কমিটি গঠনের মধ্য দিয়ে তাদের দায়িত্বের সফল সমাপ্তি ঘটান।

ঢাকাবাসীদের সংগঠন ঢাকা এসোসিয়েশন ঢাকা জেলার পাঁচটি উপজেলা এবং ঢাকা মহানগর উত্তর এবং দক্ষিণের প্রকৃত আধিবাসীরা যারা যুক্তরাজ্য বসবাস করছেন তারাই কেবল সদস্য হবার যোগ্যতা রাখেন। 

সংগঠনের সভাপতি এম আসাদুজ্জামান বুলবুল ঢাকা মহানগর দক্ষিণ, সিনিয়র সহ সভাপতি সিরাজুল ইসলাম সাভার, সিনিয়র সহ সভাপতি ইঞ্জিনিয়ার আবুল বাশার নবাবগঞ্জ, সহ সভাপতি ব্যারিস্টার মোঃ জাহাঙ্গীর আলম ধামরাই, সহ সভাপতি মোঃ হেলাল উদ্দিন কেরানীগঞ্জ, সাধারন সম্পাদক আমান উল্লাহ কেরানীগঞ্জ, সহ সাধারন সম্পাদক মোহাম্মদ সেলিম ধামরাই, সহ সাধারন সম্পাদক হুমায়ুন রহমান দোহার, সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন পিলু দোহার, ট্রেজারার এস এম সাজেদুল হোসেন কেরানীগঞ্জ, সাংস্কৃতিক সম্পাদক মারুফ গিয়াস বাপ্পি কেরানীগঞ্জ, প্রচার সম্পাদক আনিসুর রহমান মহানগর উত্তর, সমাজ কল্যাণ সম্পাদক হাবিবুর রহমান খোকন নবাবগঞ্জ, নাড়ি ও শিশু কল্যাণ বিষয়ক সম্পাদিকা তাসনোভা আহমেদ নবাবগঞ্জ এবং সহ নাড়ি ও শিশু কল্যাণ বিষয়ক সম্পাদিকা ফারজানা আক্তার কেরানীগঞ্জ হতে নির্বাচিত হয়েছেন।

বিলুপ্ত এডহক কমিটির প্রধান তাকে দীর্ঘ এক বছর সহযোগিতা করবার জন্য সকলকে ধন্যবাদ জানান। সব শেষে আপ্যায়নের মাধ্যমে সভার কার্যক্রম পরিসমাপ্তি করা হয়।

উপরে