শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান বোমা হামলায় নিহত ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ভূমিকম্পে ভানুয়াতুতে নিহত বেড়ে ১৪ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 2 June, 2018 13:41

পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ইফতার

পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ইফতার
মেইল ডেস্ক :

পবিত্র রমজান মাস উপলক্ষে পর্তুগালে বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে ১ মে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগালে নিযুক্ত বাংলাদেশ সরকারের রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী ও কমিউনিটির প্রবীণ ব্যক্তিত্ব অলিউর রহমান চৌধুরী। 

লিসবনের বাঙালী অধ্যুষিত বায়তুল মোকারম জামে মসজিদে ১ মে শুক্রবারের  ইফতার ও দোয়া মাহফিলে আগত মুসল্লিদের স্বাগত জানান বাংলাদেশ দূতাবাসের দ্বিতীয় সচিব হাসান আব্দুল্লাহ তৌহিদসহ দূতাবাসের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। ইফতার ও দোয়া মাহফিলে আগত সকল প্রবাসীদের সাথে এ সময় রাষ্ট্রদূত কুশল বিনিময় করেন এবং রমজানের শিক্ষা ব্যক্তি জীবনে কাজে লাগাতে সকলের প্রতি আহ্বান জানান।

ইফতার মাহফিলে লিসবনের বিভিন্ন এলাকা থেকে সর্বস্তরের প্রবাসী বাংলাদেশী ছাড়াও পর্তুগালের বিভিন্ন সামাজিক, আঞ্চলিক সংগঠনের শীর্ষস্থানীয় নেতৃবৃন্দসহ উপস্থিত ছিলেন ভারত, পাকিস্তান ও আফ্রিকান বিভিন্ন দেশের মুসল্লিবৃন্দ। 

ইফতার পূর্বে রমজানের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে মসজিদের ইমাম অধ্যাপক মাওলানা আবু সাইদ বলেন, মাহে রমজানের রোজা মানুষের আত্মাকে পরিশুদ্ধ করে ব্যক্তি, পরিবার ও সমাজ জীবনে অত্যন্ত সুশৃঙ্খলভাবে চলার শিক্ষা দেয়। হিংসা-বিদ্বেষ, হানাহানি ও আত্ম-অহংকারবোধ ভুলে গিয়ে সুখী, সুন্দর ও সমৃদ্ধিশালী সমাজ প্রতিষ্ঠার মাসই হলো মাহে রমজান।

ইফতার ও দোয়া মাহফিলে বিশেষ মোনাজাতে দেশে, প্রবাসের সকলের শান্তি কামনায়সহ মুসলিম বিশ্বে শান্তি কামনায় বিশেষ দোয়া প্রার্থনা করা হয়। ইফতার ও দোয়া মাহফিলে প্রায় ৫ শতাধিক মুসল্লি এক সাথে ইফতার করেন।

উপরে