শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান বোমা হামলায় নিহত ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ভূমিকম্পে ভানুয়াতুতে নিহত বেড়ে ১৪ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 7 June, 2018 02:04

কিমের সঙ্গে ট্রাম্পের বৈঠকের সিদ্ধান্তকে স্বাগত জানালেন পুতিন

কিমের সঙ্গে ট্রাম্পের বৈঠকের সিদ্ধান্তকে স্বাগত জানালেন পুতিন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন
মেইল রিপোর্ট :

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের মধ্যকার ১২ জুনের বৈঠক সিঙ্গাপুরের সেনটোসা দ্বীপের ক্যাপেল্লা হোটেলে অনুষ্ঠিত হবে। মঙ্গলবার হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ স্যান্ডার্স এ তথ্য জানিয়েছেন। এই  বৈঠকের ব্যাপারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

ট্রাম্প ও কিমের মধ্যে ১২ জুনের ওই বৈঠকটি ইতিবাচক ফল বয়ে আনবে বলেও তিনি আশা প্রকাশ করেন। চীন সফরের সময় চায়না মিডিয়া গ্রুপকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এমনটা জানান।  

রুশ প্রেসিডেন্ট পুতিন  বলেন, আমি আশা করছি কিম জং উন ও ডোনাল্ড ট্রাম্প বৈঠকটি আয়োজনের যে সাহসী ও পরিপক্ক সিদ্ধান্ত নিয়েছেন, তা থেকে একটি ইতিবাচক ফলাফল আসবে। আমরা সবাই সেই অপেক্ষাতেই রইলাম।

তিনি আরও বলেন, আমরা দেখতেই পাচ্ছি যে উত্তেজনা কমাতে উত্তর কোরিয়ার নেতৃত্ব অভূতপূর্ণ পদক্ষেপ নিয়েছে। সত্যি কথা বলতে কি, এটা আমাকে বিস্মিত করেছে।

এদিকে, হোয়াইট হাউজের মুখপাত্র সারাহ স্যান্ডার্স বলেন, আমরা আয়োজক দেশ সিঙ্গাপুরের প্রতি তাদের আতিথেয়তার জন্য ধন্যবাদ জানাই। ১২ জুনের ওই বৈঠকের ভেন্যু ঘোষণা করে এক টুইট বার্তায় এমনটাই লিখেছেন স্যান্ডার্স।

এর আগে ট্রাম্প-কিমের ওই বৈঠককে ঘিরে সাংরি-লা হোটেল ও কাপেল্লা হোটেলের আশপাশের এলাকাকে বিশেষ অনুষ্ঠান এলাকা হিসেবে উল্লেখ করে রোববার সিঙ্গাপুর সরকার গেজেট প্রকাশ করেছে।

এছাড়া ১২ জুনের ওই বৈঠক কভার করতে স্থানীয় ও আন্তর্জাতিক ২৫০০’র বেশি গণমাধ্যম রেজিস্ট্রেশন করেছে। সিঙ্গাপুরের যোগাযোগ ও অর্থ মন্ত্রণালয় মঙ্গলবার এ তথ্য জানিয়েছে।

উপরে