শিরোনাম
সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের বক্তব্যে ভারতে তোলপাড়, বাংলাদেশের জবাব মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত পুতিনের লিমোজিনে বিস্ফোরণ, হত্যাচেষ্টা নাকি দুর্ঘটনা? ভারতে আবারও ২২ মাওবাদী নিহত দক্ষিণী নির্মাতার হাত ধরে খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ‘মেগা’ ভূমিকম্পে জাপানে ৩ লাখ মানুষের প্রাণ যেতে পারে নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 25 June, 2018 19:30

বাণিজ্যযুদ্ধ বিশ্বমন্দা ডেকে আনবে বলে হুঁশিয়ারি চীন ও ইউরোপের

বাণিজ্যযুদ্ধ বিশ্বমন্দা ডেকে আনবে বলে হুঁশিয়ারি চীন ও ইউরোপের
মেইল রিপোর্ট :

যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংরক্ষণবাদি আচরণের তীব্র বিরোধিতা করেছে চীন ও ইউরোপিয় ইউনিয়ন। 

তারা জানিয়েছে, যুক্তরাষ্ট্রের এমন নীতি পুরো বিশ্বের অর্থনীতি ও বাণিজ্য ব্যবস্থায় আরেকটি মন্দার সৃষ্টি করতে পারে। ফলে, সংশ্লিষ্ট সকল দেশই এতে মারাত্মক ক্ষতিগ্রস্ত হবে।

সোমবার চীনের প্রেসিডেন্ট শি জিংপিং এর প্রধান অর্থনৈতিক উপদেষ্টা এবং দেশটির উপ-প্রধানমন্ত্রী লিউ হে বেইজিংয়ে ইউরোপিয় কমিশনের ভাইস প্রেসিডেন্ট জির্কি কাতাইনেন এর সঙ্গে এক বৈঠকে মিলিত হন। 

বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, যুক্তরাষ্ট্রের বাণিজ্য সংরক্ষণবাদি আচরণ যৌথভাবে মোকাবেলা করতে ইইউ এবং চীন সম্মত হয়েছে। 

তিনি বলেন, ‘আমরা উভয়পক্ষই মনে করি বাণিজ্য নিয়ে যুক্তরাষ্ট্রের একনায়কতান্ত্রিক আচরণ বিশ্ব বাণিজ্যে আবারো অস্থিতিশীলতা এবং মন্দার জন্ম দিতে পারে, তাই আমরা যৌথভাবে ট্রাম্পের বাণিজ্য শুল্কনীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে সম্মত হয়েছি।’
 
এছাড়াও এই বৈঠকে চীনের ‘বেল্ট এন্ড রোড’ বাণিজ্য মহা-পরিকল্পনার প্রতি ইইউ তার দৃঢ় সমর্থন দেবার প্রতিশ্রুতি দিয়েছে বলেও লিউ হে জানিয়েছেন।

অর্থনৈতিক বিশ্লেষকরা ইতোপূর্বে ভবিষ্যৎবাণী করেছিলেন, মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্কনীতি মোকাবেলায় ইইউ এবং চীন গাঁটছড়া বাঁধতেই পারে। বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্কনীতি ইউরোপ ও চীনকে গভীরভাবে উদ্বিগ্ন করে তুলেছে।

বিগত কয়েকমাস ধরে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অব্যাহত বাণিজ্যযুদ্ধের হুমকি-ধামকির ধারাবাহিকতায় ট্রাম্প চীন এবং ইইউ উভয়ের উপরই বাণিজ্য শুল্কের মাত্রা বাড়িয়েছেন। 

এর প্রেক্ষিতে ইইউ শুক্রবার ৩.৩ বিলিয়ন ডলারের মার্কিন পণ্যের ওপর বাড়তি মূল্য শুল্ক আরোপের ঘোষণা দেয়। 

উপরে