রাশিয়ার উপরে আরো অবরোধ আরোপে একমত ইউরোপীয় ইউনিয়ন!

মেইল রিপোর্ট :
রাশিয়ার উপরে আরো অর্থনৈতিক অবরোধ আরোপে একমত হয়েছেন ইউরোপীয় ইউনিয়নের নেতারা।
শুক্রবার এক বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের নেতারা ক্রিমিয়া’র সাথে কিয়েভ’কে সংযুক্ত করায় ও পূর্ব ইউক্রেনে সরকারের বিরুদ্ধে লড়তে বিদ্রোহীদের সমর্থন প্রদানের অভিযোগে রাশিয়ার বিরুদ্ধে এ পদক্ষেপ গ্রহণ করেছে বলে এক ইইউ কর্মকর্তা জানিয়েছেন।
আগামী কিছু দিনের মধ্যে এ নতুন অবরোধ আরোপের ঘোষণা আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে।
এ নতুন অবরোধ অনুসারে রুশ ব্যাংকসহ বিভিন্ন আর্থিক ও জ্বালানী খাত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ওপর ইইউ কর্তৃক আরোপকৃত ৬ মাসের অর্থনৈতিক অবরোধ যেটা আগামী বছরের জানুয়ারীতে শেষ হবার কথা ছিলো তা আরও দীর্ঘায়িত হতে পারে।