শিরোনাম
সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের বক্তব্যে ভারতে তোলপাড়, বাংলাদেশের জবাব মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত পুতিনের লিমোজিনে বিস্ফোরণ, হত্যাচেষ্টা নাকি দুর্ঘটনা? ভারতে আবারও ২২ মাওবাদী নিহত দক্ষিণী নির্মাতার হাত ধরে খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ‘মেগা’ ভূমিকম্পে জাপানে ৩ লাখ মানুষের প্রাণ যেতে পারে নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 2 July, 2018 00:41

ফিল্মি স্টাইলে জেল ভেঙে হেলিকপ্টারে পালালেন ফরাসি গ্যাংস্টার

ফিল্মি স্টাইলে জেল ভেঙে হেলিকপ্টারে পালালেন ফরাসি গ্যাংস্টার
ইনসেটে ফরাসি পুলিশের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল রেদোয়ান ফাইদ
মেইল রিপোর্ট :

রেদোয়ান ফাইদ। আলজেরীয় বংশোদ্ভূত এই গ্যাংস্টার ছিলেন ২০১৩ সালে ফরাসি পুলিশের মোস্ট ওয়ান্টেড ক্রিমিনাল। ফ্রান্সে টাকার গাড়ি লুটের চেষ্টার দায়ে ২৫ বছরের জেল হয় কুখ্যাত এই গ্যাংস্টারের।

রোববার তাকে ফিল্মি স্টাইলে জেল ভেঙে হেলিকপ্টারে করে নিয়ে গেছে তার সহযোগীরা। 

ফাইদ বন্দি ছিলেন প্যারিস অঞ্চলের ‘রু’ কারাগারে। তার তিন সহযোগী ভারী অস্ত্র নিয়ে রোববার বেলা ১১টার দিকে ওই কারাগারের ভেতরে নামে। তারপর কোনও রক্তপাত ছাড়াই ফাইদকে নিয়ে হেলিকপ্টারে করে তারা পালিয়ে যায়। পুরো ঘটনায় সময় লাগে মাত্র কয়েক মিনিট।

পরে ওই কারাগার থেকে ৬০ কিলোমিটার দূরে হেলিকপ্টারটি খুঁজে পায় পুলিশ। তদন্তকারীদের ধারণা, সেখান থেকে গাড়িতে করে পালিয়েছেন রেদোয়ান ফাইদ আর তার তিন সহযোগী।

ইউরোপ-ওয়ানের খবরে বলা হয়, ফাইদকে জেল ভেঙে বের করে আনতে যে হেলিকপ্টারটি ব্যবহার করা হয়েছিল, এক প্রশিক্ষককে আটকে রেখে সেটি ছিনতাই করা হয়। অপারেশন শেষে ওই প্রশিক্ষককে মুক্তিও দেয় তারা।

৪৬ বছর বয়সী রেদোয়ান ফাইদের জেল পালানোর ঘটনা এটাই প্রথম নয়। ২০১৩ সালে এক কারাগার থেকে আরেক কারাগারে স্থানান্তরের পর আধা ঘণ্টারও কম সময়ের মধ্যে চার গার্ডকে জিম্মি করেন তিনি। এরপর পাঁচটি দরজা উড়িয়ে দিয়ে তিনি বেরিয়ে এলে গাড়ি নিয়ে অপেক্ষায় থাকা এক সহযোগী তাকে নিয়ে পালিয়ে গিয়েছিল। 
   
জেল পালানোর ওই ঘটনায় ফাইদের নাম চলে আসে মোস্ট ওয়ান্টেড তালিকার শীর্ষে। দেড় মাসের মাথায় এক হোটেল থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। 

উল্লেখ্য, রেদোয়ান ফাইদ ২০০৯ সালে একটি বই লেখেন যেখানে তিনি প্যারিসে নিজের বেড়ে ওঠা এবং অপরাধ জগতে জড়িয়ে পড়ার ঘটনা বর্ণনা করেছেন।

উপরে