শিরোনাম
সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের বক্তব্যে ভারতে তোলপাড়, বাংলাদেশের জবাব মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত পুতিনের লিমোজিনে বিস্ফোরণ, হত্যাচেষ্টা নাকি দুর্ঘটনা? ভারতে আবারও ২২ মাওবাদী নিহত দক্ষিণী নির্মাতার হাত ধরে খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ‘মেগা’ ভূমিকম্পে জাপানে ৩ লাখ মানুষের প্রাণ যেতে পারে নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 6 July, 2018 13:05

ইরানে তালেবান জঙ্গিদের প্রশিক্ষণ দেয়ার প্রমাণ নেই: রাশিয়া

ইরানে তালেবান জঙ্গিদের প্রশিক্ষণ দেয়ার প্রমাণ নেই: রাশিয়া
রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা
মেইল রিপোর্ট :

আফগানিস্তানের তালেবানকে প্রশিক্ষণ দিচ্ছে ইরান এমনটা দাবি করেছিল ব্রিটিশ দৈনিক টাইমস। এবার তার প্রতিক্রিয়ায় রাশিয়া বলেছে, ইরানের পক্ষ থেকে তালেবানকে প্রশিক্ষণ দেয়ার কোনও প্রমাণ নেই। 

বৃহস্পতিবার রাতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মস্কোয় এক সংবাদ সম্মেলনে একথা জানান।

মারিয়া জাখারোভা বলেন, পশ্চিমা গণমাধ্যমের পক্ষ থেকে তালেবানকে প্রশিক্ষণ দেয়া সংক্রান্ত ভিত্তিহীন খবর প্রকাশের ঘটনা এই প্রথম নয়।

এখন পর্যন্ত এসব গণমাধ্যম তাদের দাবির পক্ষে কোনও প্রমাণ উপস্থাপন করতে পারেনি বলে উল্লেখ করেন জাখারোভা। তিনি বলেন, এ ধরনের অভিযোগ শুধু ইরানের বিরুদ্ধে নয় এর আগে রাশিয়াসহ আরও কিছু দেশের বিরুদ্ধে উত্থাপন করা হয়েছে।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ব্রিটেন এ ধরনের ভেল্কিবাজি দেখিয়ে আফগানিস্তানে মার্কিন নেতৃত্বাধীন সামরিক জোট ন্যাটোর পরাজয়কে ধামাচাপা দেয়ার চেষ্টা করছে। তিনি আরও বলেন, এ ধরনের অভিযোগ আফগান সংকট সমাধানের প্রকৃত প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে।

সম্প্রতি ব্রিটিশ দৈনিক টাইমস দাবি করেছিল, ইরানের মাটিতে আফগানিস্তানের তালেবান জঙ্গিদের প্রশিক্ষণ দেয়া হচ্ছে। বুধবার কাবুলের ইরান দূতাবাস এ খবরকে ভিত্তিহীন বলে প্রত্যাখ্যান করে।

ইরান দূতাবাস এক বিবৃতিতে জানায়, ইরান ও আফগানিস্তানের মধ্যকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নষ্ট করা এবং আফগান জনগণের মধ্যে ইরান বিদ্বেষ ছড়িয়ে দেয়ার লক্ষ্যে এই অবাস্তব ও প্রমাণ অযোগ্য দাবি করেছে ব্রিটিশ পত্রিকা।

বিবৃতিতে আরও বলা হয়, প্রতিবেশী দেশ আফগানিস্তানে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় সাহায্য করার প্রতিশ্রুতিতে অটল রয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরান।

উপরে