শিরোনাম
সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের বক্তব্যে ভারতে তোলপাড়, বাংলাদেশের জবাব মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত পুতিনের লিমোজিনে বিস্ফোরণ, হত্যাচেষ্টা নাকি দুর্ঘটনা? ভারতে আবারও ২২ মাওবাদী নিহত দক্ষিণী নির্মাতার হাত ধরে খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ‘মেগা’ ভূমিকম্পে জাপানে ৩ লাখ মানুষের প্রাণ যেতে পারে নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 22 July, 2018 10:02

স্পেনের বার্সেলোনায় বাংলাদেশ দূতাবাসে মত বিনিময় সভা অনুষ্ঠিত

স্পেনের বার্সেলোনায় বাংলাদেশ দূতাবাসে মত বিনিময় সভা অনুষ্ঠিত

ইসমাইল হোসাইন রায়হান, স্পেন থেকে:  প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান  মন্ত্রী নুরুল ইসলাম বি.এসসির সফর উপলক্ষ্যে স্পেনের বার্সেলোনা দূতাবাসে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  রবিবার সকালে এই মত বিনিময় সভার আয়োজন করা হয়।

দূতাবাসের হেড অব চ্যান্সেরী হারুন আল রশীদের পরিচালনায় সভাপতিত্ব করেন বাংলাদেশ দূতাবাস স্পেনের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার। বিএমইটির মহাপরিচালক মো:সেলিমরেজা বলেন নুরুল ইসলাম বি.এসসি স্যারের নেতৃত্বে গতবছর সর্বোচ্চ পরিমান বাংলাদেশী জনশক্তি বিদেশে প্রেরন করা হয়েছে।প্রত্যেকটি দেশে দক্ষ কারিগরের ব্যাপক চাহিদা রয়েছে। আগামীতে আরো বেশি শ্রমিক বিদেশে পাঠানোর পরিকল্পনা আছে বলে জানান তিনি। বোয়েসলের এম ডি মরন কুমার চক্রবর্তী বলেন, বাংলাদেশ দিন দিন উন্নত হচ্ছে। এই উন্নয়ন অগ্রযাত্রার সিংহভাগ অংশীদার প্রবাসীরা। তাদের কষ্টার্জিত রেমিটেন্স বাংলাদেশে প্রেরনের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির চাকাকে গতিশীল রাখে। প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে আগামীতে আরো বেশি পরিমানে রেমিটেন্স পাঠানোর আহবান জানান তিনি। হাসান মাহমুদ খন্দকার তার বক্তব্যের শুরুতে বলেন, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী,যার জন্ম না হলে আমরা একটি মানচিত্র পেতাম না,যার জন্য আমরা একটি স্বাধীন দেশ পেয়েছি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের প্রতি গভীর শ্রদ্ধাজ্ঞাপন করেন। বাংলাদেশীদের পক্ষ থেকে তিনি নিজে প্রবাসী কল্যান মন্ত্রীর নিকট আবদার রাখেন যেসকল বাংলাদেশী পাসপোর্ট জটিলতায় ভুগছেন তাদের সকলকে পাসপোর্ট গুলো যেন ছেড়ে দেয়া হয়। এ ব্যাপারে মন্ত্রী মহোদয়ের হস্তক্ষেপ চান তিনি।প্রবাসের মাটিতে যদি বাংলাদেশের কেউ মৃত্যু বরন করে তার সম্পূর্ন্ন খরচ প্রবাসী কল্যান মন্ত্রনালয় বহন করার জোর দাবী জানান। প্রশ্নোত্তর পর্বে পাসপোর্ট জনিত সমস্যা সমাধান, লাশের খরচ বহন, ভোটাধিকার, বিমান বন্দরে হয়রানী, প্রবাসীদের আইনি সহায়তার বিষয় গুলো উঠে আসে। মন্ত্রী সকলের প্রশ্নের তাৎক্ষনিক জবাব প্রদান করেন ও সকলের সমস্যা গুলো সমাধানের আশ্বাস প্রদান করেন।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সরকার ইতিমধ্যেই প্রবাসীদের ভোটাধিকারের ব্যাপার নিয়ে পরিকল্পনা হাতে নিয়েছে, লাশের ব্যাপারে তিনি বলেন এটি সমাজ কল্যান মন্ত্রনালয়ের বিষয় তবে আমরা প্রবাসী কল্যান মন্ত্রনালয় বর্তমানে ওয়েজ ওর্নাস বোর্ডের সদস্যদের ৩ লাখ টাকা এবং দাফন বাবদ ৩৫০০০ টাকা দিচ্ছি, পাসপোর্টের ব্যাপারে তিনি বাংলাদেশে গিয়ে এটি সমাধানের ব্যবস্থা করবেন বলে আশ্বাস প্রদান করেন। 

অনুষ্ঠানে বার্সেলোনায় বসবাসরত সকল শ্রেনী পেশার মানুষ অংশগ্রহন করেন। কাতালোনীয়া আওয়ামী লীগ, সান্তা কলমা আওয়ামী লীগ, যুবলীগ, স্পেন ছাত্রলীগ সহ বিভিন্ন সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।

উপরে