শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 25 July, 2018 18:27

শিগগিরই সুইজারল্যান্ডের জুরিখে চালু হবে কনস্যুলেট সেবা

শিগগিরই সুইজারল্যান্ডের জুরিখে চালু হবে কনস্যুলেট সেবা
সুইজারল্যান্ড প্রতিনিধি :

শিগগিরই সুইজারল্যান্ডের জুরিখে কনস্যুলেট সেবা প্রদান করা হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি। 

মঙ্গলবার (২৪ জুলাই) সুইজারল্যান্ডের জুরিখের একটি কমিউনিটি হলে স্থানীয় সময় বিকাল ৩টায় সুইজারল্যান্ড আওয়ামীলীগের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে মন্ত্রী এ কথা বলেন। 

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি প্রবাসী বাংলাদেশিদের বৈধ পথে রেমিট্যান্স পাঠানোসহ ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের সদস্য হওয়ার আহ্বান জানান।

মতবিনিময় সভায় মন্ত্রী প্রবাসী বাংলাদেশিদের অবদানের কথা স্বীকার করে বলেন, দেশের আর্থ-সমাজিক উন্নয়নে প্রবাসীরা যে অবদান রাখছে তা বাংলাদেশের জনগণ হৃদয় দিয়ে মনে রাখবে। 

তিনি আরও বলেন, দেশের মায় ত্যাগ করে প্রবাসী বাংলাদেশিরা তাদের কষ্টার্জিত রেমিটেন্স দেশে প্রেরণ করছে। তাই দেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে সামীল হয়েছে। 

মন্ত্রী বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গঠনে আমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নিরলসভাবে কাজ করছি। ২০২১ সালের মধ্যে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশে পরিণত হবে। 

মতবিনিময় সভার সভাপতিত্ব করেন সুইজারল্যান্ড আওয়ামীলীগের সভাপতি তাজুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কাজী রহিম। মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত শামীম আহসান। 

এ সময় সুজারল্যান্ডে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, সুজারল্যান্ডের বৃহত্তর চট্টগ্রাম সমিতির সদস্যবৃন্দ এবং স্থানীয় সাংস্কৃতিক, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দরাও বক্তব্য রাখেন।

তারা প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার প্রদান, সংখ্যালঘুদের নিরাপত্তা প্রদান এবং জুরিখে কনস্যুলেট সেবা প্রদানের দাবিসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। 

মতবিনিময় সভায় আরো অংশ গ্রহণ করেন মন্ত্রীর সহধর্মীনী ও সানোয়ারা গ্রুপের চেয়ারম্যান সারোয়ারা বেগম, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক মোঃ সেলিম রেজা, বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক মরণ কুমার চক্রবর্তী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্মসচিব (কল্যাণ ও মিশণ) নাসরীন জাহান, মন্ত্রীর একান্ত সচিব আবুল হাছানাত হুমায়ুন কবীর এবং মন্ত্রণালয়ের উপসচিব সামছুল ইসলাম ও দূতাবাসের প্রথম সচিব (শ্রম) মোহাম্মদ হোসেইন সরকার। 

এছাড়াও আলোচনা সভায় আরও অংশগ্রহণ করেন জুরিখে বসবাসরত প্রবাসী বাংলাদেশি, বৃহত্তর চট্টগ্রাম সমিতির সদস্যবৃন্দ, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক ও ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। 

প্রতিনিধিদলটি আজ বুধবার সুইজারল্যান্ডের বাংলাদেশ স্থায়ী মিশন জেনেভার শ্রম কল্যাণ উইং পরিদর্শন করেন। 

উপরে