ভূমধ্যসাগর থেকে একদিনে ৫০০ অভিবাসী উদ্ধার
মেইল রিপোর্ট :
ভূমধ্যসাগর থেকে একদিনে প্রায় ৫০০ অভিবাসীকে উদ্ধার করেছে স্পেনের উদ্ধারকারী দল। মঙ্গলবার তারা স্পেনের উপকূলে পৌঁছানোর চেষ্টা করছিল।
স্পেনের মেরিটাইম সেফটি এজেন্সি টুইটারে বলেছে, স্পেন ও মরক্কোকে পৃথককারী জিব্রাল্টার প্রণালী ও অ্যালবোরান সমুদ্রে ৩০টি নৌকা থেকে মোট ৪৮৪ জনকে উদ্ধার করা হয়েছে। খবর এএফপির।
ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম)বলছে, চলতি বছরের শুরু থেকে ১৮ জুলাই পর্যন্ত ১৮ হাজার ৬৫৩ জন অভিবাসী স্পেনের উপকূলে পৌঁছায়। তারা মূলত সাব সাহারান আফ্রিকার গায়ানা, মরক্কো, মালি ও মৌরিতানিয়ার নাগরিক।
আইএমের হিসাবে ভূমধ্যসাগরে নিহত ১ হাজার ৪৮৯ জনের মধ্যে চলতি বছরে অন্তত ২৯৪ জন স্পেনের উপকূলে পৌঁছানোর চেষ্টা করে মারা গেছেন।