শিরোনাম
সেভেন সিস্টার্স নিয়ে ড. ইউনূসের বক্তব্যে ভারতে তোলপাড়, বাংলাদেশের জবাব মধ্যপ্রাচ্যে সামরিক সক্ষমতা বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত পুতিনের লিমোজিনে বিস্ফোরণ, হত্যাচেষ্টা নাকি দুর্ঘটনা? ভারতে আবারও ২২ মাওবাদী নিহত দক্ষিণী নির্মাতার হাত ধরে খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ‘মেগা’ ভূমিকম্পে জাপানে ৩ লাখ মানুষের প্রাণ যেতে পারে নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 30 July, 2018 01:18
আধুনিক যুদ্ধজাহাজের প্রদর্শনে পালিত হলো রুশ নৌবাহিনী দিবস

বিশ্বকে নৌশক্তি দেখাল পুতিন

বিশ্বকে নৌশক্তি দেখাল পুতিন
মেইল রিপোর্ট :

নৌবাহিনী দিবসে নিজেদের নবগঠিত নৌশক্তির জোরালো প্রদর্শন করেছে রাশিয়া। বিশেষ করে, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেবার পর থেকেই রুশ নৌশক্তির আধুনিকীকরণে মনোযোগী হয়েছেন প্রেসিডেন্ট পুতিন। তার প্রেক্ষিতেই এবারের নৌ দিবসে ৪০ টি রাশিয়ান যুদ্ধ জাহাজ এবং ৪ হাজার নাবিক নৌ দিবসের মহড়ায় অংশগ্রহণ করেন। 

নেভা নদীতে অনুষ্ঠিত এই নৌশক্তি প্রদর্শনীতে অংশ নিয়েছে রুশ নৌ বহরের সর্বাধুনিক ফ্রিগেট অ্যাডমিরাল গরশকভ, সর্বাধুনিক গোয়ান্দা তথ্য সংগ্রহকারী জাহাজ আইভান খুরশ, পরমাণু শক্তিচালিত ওরিয়ল শ্রেণীর আধুনিক সাবমেরিন এবং রাশিয়ার একমাত্র বিমানবাহী রণতরী অ্যাডমিরাল কুজনেস্তভ।

প্রতি বছরের জুলাই মাসের শেষ রোববার পালিত হয় রাশিয়ান নৌবাহিনী দিবস। পৃথিবীর অন্যতম ঐতিহ্যবাহী রুশ নৌবাহিনীর জন্য বিশেষ এই দিবসটি পালনের রেওয়াজ চলে আসছে কম্যুনিস্ট সোভিয়েত শাসনামল থেকেই। আধুনিক রাশিয়ায় সমাজতন্ত্রের রমরমা না থাকলেও রয়েছে রুশ জাতীয়তাবাদের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ এই দিবসটি উদযাপন।
 
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নেভা নদীর তীরে অবস্থিত শহর সেন্ট পিটার্সবুর্গ শহর থেকে এই মনোমুগ্ধকর মহড়া প্রত্যক্ষ করেন। এসময় হাজারো জনতা শহরটির বন্দর এলাকায় সমবেত হয়ে রুশ নৌবাহিনীর সামরিক সক্ষমতা ও বন্দরে সামরিক কায়দায় সারিবদ্ধভাবে নোঙর করে রাখা জাহাজগুলিকে প্রত্যক্ষ করেন। এসময় রুশ নৌবাহিনীর বিমানগুলি রঙ্গিন ধোঁয়া উড়িয়ে আকাশে রাশিয়ার জাতীয় পতাকার সবকটি রঙ ফুটিয়ে তোলে। এছাড়াও রুশ নৌবাহিনীর স্পেশাল নৌ কম্যান্ডো ফোর্স, মেরিন সেনা এবং অন্যান্য ইউনিটগুলি পিটার্সবার্গের রাস্তায় বিশেষ কুচকাওয়াজে অংশ নেয়। এসময় তারা নিজ নিজ ইউনিট এবং রাশিয়ার জাতীয় পতাকা বহন করে।

নৌবাহিনী দিবসের প্রদত্ত ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নৌসেনাদের উদ্দেশ্যে বলেন, আমাদের নৌবাহিনী ৩ শতাব্দী ধরে সফলতার সঙ্গে রাশিয়ার সার্বভৌমত্ত্ব ও জাতীয় স্বার্থের সুরক্ষা করে আসছে। রুশ নৌবাহিনী আমাদের দেশের নিরাপত্তা এবং আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

‘আমাদের নৌবাহিনীর ইতিহাস এর নাবিকদের সাহসিকতা, দেশপ্রেম এবং আত্মত্যাগের ইতিহাস’ বলেন পুতিন। এরপর তিনি রুশ সেনাবাহিনীতে সংযোজিত সর্বাধুনিক নৌজাহাজ গুলিতেও প্রদর্শন করেন এবং নাবিকদের সঙ্গে কুশল বিনিময় করেন। এসময় পুতিনের সঙ্গে রুশ নৌবাহিনীর শীর্ষ কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

এদিকে, পশ্চিমা সামরিক পর্যবেক্ষকদের বরাত দিয়ে মার্কিন বার্তা সংস্থা সিএনএন জানায়, নিজেদের নৌশক্তির বিকাশে প্রত্যাশিত অগ্রগতি অর্জনে ব্যর্থ হয়েছে রাশিয়া। তাই এবারের নৌ দিবসের মহড়ায় তারা বিপুল শক্তি প্রদর্শনের মাধ্যমে নিজেদের আধুনিকায়নের দুর্বলতাকে আড়াল করতে চেয়েছে।

উপরে