শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 3 August, 2018 22:49

ইতালিতে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের সাথে বাংলাদেশের ৬৪.৫ মিলিয়ন ডলারের চক্তি

ইতালিতে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিলের সাথে বাংলাদেশের ৬৪.৫ মিলিয়ন ডলারের চক্তি
সাইফুল ইসলাম মুন্সী, ইতালি থেকে :

বাংলাদেশের কৃষি প্রকল্প বাস্তবায়নে ৬৪.৫ মিলিয়ন মার্কিন ডলার ঋণ সহায়তা দেবে আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ)। এছাড়াও আন্তর্জাতিক এই সংস্থাটি দুই মিলিয়ন মার্কিন ডলার অনুদান হিসেবে প্রদান করবে বাংলাদেশকে। 

কৃষি তহবিলে এতো বড় বিনিয়োগ বাংলাদেশের কৃষি সেক্টরকে আরও অধুনিক করে তুলবে। এ নিয়ে গত ৪০ বছরে আন্তর্জাতিক এই সংস্থাটি বাংলাদেশকে ৭১৭.২ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা প্রদান করেছে।

বুধবার ইতালির রাজধানী রোমে ইন্টারন্যাশনাল ফান্ড ফর এগ্রিকালচারাল ডেভেলপমেন্ড (ইফাদে)’র সদর দফতরে এই প্রকল্পের চুক্তি আনুষ্ঠানিকভাবে সম্পন্ন হয়। এসময় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বাংলাদেশ অর্থনৈতিক সম্পর্ক বিভাগের অতিরিক্ত সচিব সুলতানা আফরোজ এবং ইফাদের প্রেসিডেন্ট গিলবার্ট হুংবো নিজনিজ দেশের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন।

এসময় ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুস সিকদার, বাংলাদেশ কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন এবং রোম দূতাবাসের অর্থনৈতিক কাউন্সিলর মানস মিত্র উপস্থিত ছিলেন।

এবিষয়ে অতিরিক্ত সচিব সুলতানা আফরোজ সাংবাদিকদের বলেন, আগামী ছয় বছরের মধ্যে স্বাক্ষরিত এই প্রকল্পটি বাস্তবায়ন করা হবে। এতে বাংলাদেশের দক্ষিনাঞ্চনের ১১ টি জেলার ৩০ টি উপজেলার প্রায় ২.৫ লাখ ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক এবং ভূমিহীন মানুষেরা উপকৃত হবেন। 

এছাড়াও রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সিকদার বলেন, বাংলাদেশের কৃষি সেক্টর উন্নয়নে ইফাদ সবসময় আর্থিক সহায়তা করেছে। ইফাদের সাথে স্বাক্ষরিত এই চুক্তি বাস্তবায়ন হলে বাংলাদেশের কৃষিখাত অনেকটা অগ্রসর হবে। 

এছাড়াও চলতি বছরের ফেব্রুয়ারিতে ইফাদের গভর্নিং কাউন্সিলর সভায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান বক্তা হিসেবে সম্মানিত করায় ইফাদের বর্তমান প্রেসিডেন্ট মিঃ  গিলবার্ট সহ ইফাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সিকদার। 

উপরে