শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 12 August, 2018 18:25

রপ্তানি খাতে লক্ষ্যমাত্রার বেশি অবদান রাখছে স্পেনস্থ দূতাবাসের কমার্শিয়াল উইং

রপ্তানি খাতে লক্ষ্যমাত্রার বেশি অবদান রাখছে স্পেনস্থ দূতাবাসের কমার্শিয়াল উইং
স্পেনস্থ বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর নাভিদ শফিউল্লাহ
ইসমাইল হোসাইন রায়হান, স্পেন থেকে :

লক্ষ্যমাত্রার প্রায় শতভাগ হারে রপ্তানি খাতে অবদান রাখতে সক্ষম হয়েছে স্পেনস্থ বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল উইং। উইংটি গত অর্থবছরে ৪১ হাজার মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রার বিপরীতে ৪০ হাজার ৯৫০ মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় অর্জনে সক্ষম হয়েছে। 

বঙ্গবন্ধুর রাষ্ট্রদর্শন, বৈষম্যহীন সমাজ গড়ার প্রত্যয়ে বর্তমান সরকার “দিন বদলের সনদ” স্লোগানের মাধ্যমে ২০০৯ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব গ্রহন করে। সরকার রূপকল্প ২০২১ ও ২০৪১ বাস্তবায়নের উদ্দেশ্যে দেশকে ২০২১ সালের মধ্যে মধ্যম আয়ের এবং পরিপূর্ন ডিজিটাল বাংলাদেশ এবং ২০৪১ সালের মধ্যে উন্নত দেশে উন্নীত করার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বাণিজ্য মন্ত্রনালয় বর্তমান সরকারের ভিশন, মিশন এবং দিন বদলের সনদ সফলতার সাথে বাস্তবায়ন করে চলছে। 

রপ্তানি পণ্যের বহুমুখীকরণ, বাজার সম্প্রসারণ, তীব্র প্রতিযোগিতাপূর্ণ সংস্থা কর্তৃক প্রদানকৃত বিভিন্ন সুযোগ সুবিধাদির ব্যবহার নিশ্চিতকরণ এবং বিভিন্ন রপ্তানি পণ্যে নগদ আর্থিক সহায়তা প্রদানের মাধ্যমে দেশের রপ্তানির পরিমান উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।

বাণিজ্য মন্ত্রনালয়ের সফলতার অন্যতম মাপকাঠি হচ্ছে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জন। ২০১৭-২০১৮ অর্থবছরে বাণিজ্য মন্ত্রনালয় ৪১ হাজার মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ করে। এর বিপরীতে ৪০ হাজার ৯৫০ মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় অর্জনে সক্ষম হয়েছে স্পেনের বাংলাদেশ দূতাবাস। এর শতকরা হার ৯৯ দশমিক ৫৫।

২০১৭-২০১৮ অর্থবছরের জাতীয় রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জনে স্পেনস্থ বাংলাদেশ দূতাবাসের কমার্শিয়াল কাউন্সেলর নাভিদ শফিউল্লাহ’র অবদান অপরিসীম। তার বলিষ্ঠ নেতৃত্বে, মেধা ও অক্লান্ত পরিশ্রমে ২০১৭-২০১৮ অর্থবছরে মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাসের বাণিজ্যিক উইং-এর জন্য পণ্য ও সেবা উভয়খাতে ২২২৫ (২১৯০+৩৫) মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি লক্ষ্যমাত্রার বিপরীতে ২৫৩৭.৪৯ মিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয় অর্জন করেছে। 

এই কৃতিত্বের জন্য বাণিজ্য মন্ত্রনালয়ের সচিব শুভাশীষ বসু বাংলাদেশ দূতাবাসকে এবং দূতাবাসে কর্মরত সকল কর্মকর্তা কর্মচারীকে আন্তরিকভাবে ধন্যবাদ জানিয়েছেন। পাশাপাশি স্পেনস্থ বাংলাদেশী পণ্যের আমদানিকারক ও বাংলাদেশের রপ্তানিকারকদের বিশেষ ধন্যবাদ জানিয়েছেন।

উপরে