শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ব্রাজিলে বাস দুর্ঘটনায় ৩৮ জনের মৃত্যু নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 20 November, 2018 13:11

খাশোগি ইস্যু: ২৬ দেশে যেতে পারবে না ১৮ সৌদি নাগরিক

খাশোগি ইস্যু: ২৬ দেশে যেতে পারবে না ১৮ সৌদি নাগরিক
খাশোগি হত্যার বিচারে ছাপানো পোস্টার। ছবি: সংগৃহীত
মেইল রিপোর্ট :

তুরস্কে নিজ দেশের কন্স্যুলেটে সৌদি আরবের সাংবাদিক জামাল খাশোগি ‘হত্যাকাণ্ডে’ জড়িত থাকার সন্দেহভাজন হিসেবে দেশটির ১৮ নাগরিকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করেছে জার্মানি। এর আওতায় রয়েছে ইউরোপের পাসপোর্ট-ফ্রি শেনজেন জোনের ২৬ দেশে তাদের ভ্রমণ নিষিদ্ধ থাকবে। এ জোনে আছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ২২ দেশ এবং এর বাইরের চার দেশ।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শেনজেন অঞ্চলে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে খবরে বলা হয়েছে। এর মধ্য দিয়ে খাশোগি হত্যাকাণ্ডে সোমবার (১৯ নভেম্বর) নিজেদের অবস্থান পরিষ্কার করলো জার্মানি। 

গত মাসে দেশটি সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রিতে নিষেধাজ্ঞা জারি করতে ইইউভুক্ত দেশগুলোর কাছে আহ্বান জানায় দেশটি। 

নিয়মিত সংবাদ সম্মেলনে জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্রিস্টোফার বার্গার বলেন, আমরা আমাদের ফরাসি ও ব্রিটিশ বন্ধুদের সঙ্গে ঘনিষ্ঠভাবে সমন্বয় করেছি। জার্মানিতে প্রবেশের ক্ষেত্রে শেনজেন সিস্টেম ডাটাবেজের মধ্যে তাদের (সৌদি আরবের ১৮ নাগরিক) নামের পাশে জার্মানিতে প্রবেশ নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম বলছে, এই নিষেধাজ্ঞা ইঙ্গিত দেয়, ইউরোপীয় ইউনিয়নের সবচেয়ে বড় দেশ হিসেবে এ ইস্যুর প্রভাব মোকাবেলায় প্রস্তুত বার্লিন। একই সঙ্গে এই নিষেধাজ্ঞা ইইউভুক্ত ২৬ দেশের শেনজেন অঞ্চলে বাস্তবায়নে চাপ প্রয়োগ করতে পারে। 

শেনজেন অঞ্চলে নিরাপত্তা হুমকি মনে করলে ইইউভুক্ত যেকোনো দেশ এককভাবে নিষেধাজ্ঞা জারি করতে পারে। এই জোটে ফ্রান্স থাকলেও ব্রিটেন বেরিয়ে গেছে। 

এদিকে মধ্যপ্রাচ্যভিত্তিক একটি সংবাদসংস্থা একটি মরদেহের কয়েক টুকরো ছবি প্রকাশ করেছে। সংবাদমাধ্যমের দাবি, এসব টুকরো ইস্তাম্বুলে সৌদি আরবের কন্স্যুলেটে গিয়ে নিখোঁজ হওয়া সৌদি সাংবাদিক খাশোগির। কন্স্যুলেটের এলাকার বাগান থেকে এসব টুকরো পাওয়া গেছে। 

একই সঙ্গে এ হত্যাকাণ্ডের অডিও টেপ শুনতে রাজি হননি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। টেপটিকে ভয়াবহ উল্লেখ করে ট্রাম্প বলেন, আমি জেনেছি এখানে কী আছে? এই দুঃসহ ও পীড়াদায়ক টেপ শুনতে চাই না। 

এর আগে গত ২ অক্টোবর তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কন্স্যুলেটে গিয়ে নিখোঁজ হন সাংবাদিক জামাল খাশোগি। এরপর থেকেই নিখোঁজ হন তিনি। 

কন্স্যুলেটের বাইরে অপেক্ষামান খাশোগির প্রেমিকা বিষয়টি থানায় অবহিত করলে বিষয়টি জানাজানি হয়। তখনই খবর প্রকাশিত হয় সৌদি আরক খাশোগিকে হত্যা করা হয়েছে। 

প্রথমে বিষয়টি অস্বীকার করলেও পরবর্তীতে সৌদি সরকারের পক্ষ থেকে বলা হয়, কন্স্যুলেটের কর্মকর্তাদের সঙ্গে হাতাহাতিতে খাশোগি নিহত হয়েছেন। 

পরবর্তীতে বিষয়টি নিয়ে তদন্তে নামে তুরস্কের গোয়েন্দা সংস্থা। এরপর আস্তে আস্তে সবেই স্বীকার করে নেয় সৌদি আরব।

উপরে