ইরানি এয়ারলাইন্সের বিরুদ্ধে জার্মানির নিষেধাজ্ঞা আরোপ

ইরানের সশস্ত্র বাহিনীর পক্ষে গুপ্তচরবৃত্তি এবং ইউরোপে দেশটির অবৈধ কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার দায়ে ইরানি এয়ারলাইন ‘মাহান এয়ার’র বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে জার্মান সরকার।
এরই মধ্যে মাহান এয়ার’র অপারেটিং পারমিট প্রত্যাহার করে নিয়েছে জার্মানির ফেডারেল অ্যাভিয়েশন অফিস।
জার্মান পরিবহন মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, জার্মানির সঙ্গে সম্পৃক্ত সবধরনের কার্যক্রম বাতিল করার বিষয়ে এয়ারলাইনটির কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেন, জার্মানির পররাষ্ট্র ও নিরাপত্তা নীতির স্বার্থে সিরিয়া ও অন্যান্য যুদ্ধরত অঞ্চলগামী মাহান এয়ার কার্গো ফ্লাইটগুলোর বিরুদ্ধে এই ধরনের পদক্ষেপ নেয়া হয়েছে।
কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্র কর্তৃপক্ষ অভিযোগ করে আসছে যে ‘ইরানিয়ান রেভোল্যুশনারি গার্ড কর্পস’র কুর্দি বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলে মাহান এয়ার।
এর আগে ২০১১ সালে কুর্দি বাহিনীকে সমর্থনের জন্য মাহান এয়ার’কে সন্ত্রাসবাদের সমর্থক হিসেবে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের রাজস্ব বিভাগ।