শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস প্রযুক্তিগত ত্রুটি, যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বন্ধ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার ‘হাইব্রিড আক্রমণ’ নিয়ে সতর্কতা জার্মানির ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ২০২৪ সালে হতাহত ৪ লাখ ৩০ হাজার রুশ সেনা, দাবি ইউক্রেনের নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 4 March, 2019 10:11

ইতালিতে পর্তুগাল প্রবাসী সাংবাদিকদের সংবর্ধনা 

ইতালিতে পর্তুগাল প্রবাসী সাংবাদিকদের সংবর্ধনা 
সাইফুল ইসলাম মুন্সী, মিলান, ইতালি থেকে :

রোমে সফররত পর্তুগাল প্রবাসী চার সাংবাদিককে সংবর্ধনা দিয়েছে ইতালি প্রবাসী সাংবাদিকেরা। 

শুক্রবার দেশটির রাজধানী রোমের বাংলা টাউন নামে পরিচিত তরপিনাতারার রসই রেষ্টুরেন্টে ইতালি বাংলা প্রেস ক্লাবের আয়োজনে পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের আহবায়ক রনি মোহাম্মদ, অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক জহুর উল হক, প্রচার সম্পাদক মোঃ রাসেল আহম্মেদ ও প্রবাস কথার পর্তুগাল প্রতিনিধি জাহিদ কাওসারকে সংবর্ধনা দেওয়া হয়। 

এ সময় রোমে সফররত বাংলাদেশ পুলিশের দু’জন ঊর্ধ্বতন কর্মকর্তা সিআইডির এসপি সৈয়দা জান্নাত আরা ও এএসপি মাহামুদা খানমকেও সংবর্ধনা দেয় ইতালি বাংলা প্রেস ক্লাব। 

ইতালি বাংলা প্রেস ক্লাবের সভাপতি খান রিপনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক এমডি রিয়াজ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সমিতি ইতালির সভাপতি হাসানুজ্জামান।  এছাড়াও বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদশ সমিতির সাবেক সভাপতি নুরে আলম সিদ্দিকী বাচ্চু, ইতালি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এমডি জামান মোক্তার, অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাবের সাধারন সম্পাদক জমির হোসেন, জাতীয় ক্রীড়া সংস্থা ইতালির সাধারন সম্পাদক আব্দুর রশিদসহ অন্যান্যরা।

আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ইতালি বাংলা প্রেস ক্লাবের সিনিয়র সদস্য আলম শাহ, সাংগঠনিক সম্পাদক শিমুল রহমান, প্রচার সম্পাদক তারেক হাসান, সাংস্কৃতিক সম্পাদক মনিকা ইসলাম, মহিলা সম্পাদিকা ফাহিমা হোসেন, সদস্য তাহেরুল ইসলাম, আরিফুল হক সহ আরো অনেকে। 

বক্তারা বলেন, ইউরোপব্যাপী অল ইউরোপ বাংলাদেশ প্রেস ক্লাব এবং ইতালি বাংলা প্রেস ক্লাবের সদস্যদের মধ্যে যে ভ্রাতৃত্ব বন্ধন হয়েছে তা এই অনুষ্ঠানই প্রমাণ করে। শুধু রোম নয় ইউরোপের প্রতিটি দেশে কমিউনিটির উন্নয়নে প্রবাসী সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

উপরে