শিরোনাম
পাকিস্তানের কাছে ৪.৩২ বিলিয়ন ডলার ন্যায্য হিস্যা চাইলো বাংলাদেশ বিদেশি শিক্ষার্থী ভর্তির অধিকার হারাতে পারে হার্ভার্ড গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত ট্রান্সজেন্ডাররা নয়, শুধু জন্মগত নারীরাই নারী: ব্রিটিশ আদালতের রায় ওয়াকফ বিলের প্রতিবাদে উত্তাল কলকাতা দক্ষিণী নির্মাতার হাত ধরে খলনায়ক হয়ে ফিরছেন শাহরুখ ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ডোমিনিকায় নাইটক্লাবের ছাদ ধসে নিহত বেড়ে ৯৮ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 26 March, 2019 20:11

নরওয়েতে আটকে পড়া প্রমোদতরীর আরোহীরা নিরাপদ

নরওয়েতে আটকে পড়া প্রমোদতরীর আরোহীরা নিরাপদ
মেইল রিপোর্ট :

নরওয়ের পশ্চিম উপকূলে আটকে পড়া বিলাসবহুল প্রমোদতরীর আরোহীরা নিরাপদে আছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ। 

প্রমোদতরীটির পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, এটা নিরাপদে মোল্ডি বন্দরে পৌঁছেছে।

শনিবার ঝড়ের কবলে পড়ার পর ইঞ্জিন বিকল হয়ে গেলে প্রমোদতরীটি থেকে ৪৭৯ জনকে সরিয়ে নেয় উদ্ধারকারীরা। এতে সব মিলিয়ে ১ হাজার ৩০০ আরোহী ছিল। রোববার এর ইঞ্জিন ঠিক হলে মোল্ডি বন্দরের উদ্দেশে রওনা দেয়।

মার্কিন গণমাধ্যম সিএনএন জানায়, শনিবার ঝড়ের কবলে পড়ে ‘ভাইকিং স্কাই’ নামের বিলাসবহুল প্রমোদতরীটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। এসময় সমুদ্রের উত্তাল ঢেউয়ে এটা কাত হয়ে গেলে ২০ জনের মতো আরোহী আহত হন।

এর আগে বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, নরওয়ের সমুদ্র উদ্ধার সংস্থা জানিয়েছে, উঁচু ঢেউ ও প্রবল বাতাসের মধ্যে বিকল হয়ে পড়া এমভি ভাইকিং স্কাই থেকে বিপদের বার্তা পাঠানো হয়েছে। পাঁচটি হেলিকপ্টার ও কয়েকটি জাহাজ উদ্ধারকাজে অংশ নিচ্ছে।

এর মধ্যে সাগরের ওই এলাকায় হাগল্যান্ড ক্যাপ্টেন নামের একটি মালবাহী জাহাজও বিকল হয়ে পড়েছে এবং জাহাজটির ক্রুদের উদ্ধারে ওই পাঁচটির মধ্যে দুটি হেলিকপ্টার সেদিকে পাঠানো হয়েছে বলে জানায় সংস্থাটি।

উপরে