শিরোনাম
আগে চারজন দাঁড়াত, এখন একটা মারলে ৪০ জন দাঁড়াবে: ড. ইউনূস যুক্তরাষ্ট্রে স্কুলে বন্দুক হামলায় নিহত ৩ গিনিতে ফুটবল ম্যাচে সমর্থকদের মধ্যে সংঘর্ষে প্রায় ১০০ নিহত রাশিয়ার রাসায়নিক প্রতিরক্ষা বাহিনীর প্রধান বোমা হামলায় নিহত ভারতে মসজিদে ‘সমীক্ষা’ চালানো ঘিরে সংঘর্ষ, নিহত ৩ সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর ভূমিকম্পে ভানুয়াতুতে নিহত বেড়ে ১৪ নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 3 April, 2019 01:08

প্লাস্টিকের কারণে তিমির মৃত্যু

প্লাস্টিকের কারণে তিমির মৃত্যু
মেইল ডেস্ক :

আবারও প্লাস্টিকের কারণে মৃত্যু হয়েছে একটি তিমির। এক মাস আগেই ফিলিপিন্সের উপকূলে ভেসে উঠেছিল একটি তিমির দেহ। যার পেট থেকে বেরিয়েছিল প্রায় ৪০ কেজি প্লাস্টিক। 

আর এবার ইতালির সার্ডিনিয়া সৈকতের কাছে ভেসে উঠেছে আর একটি তিমির দেহ। ইতালির পরিবেশ মন্ত্রণালয় ও একটি স্বেচ্ছাসেবী সংগঠন জানিয়েছে, গত সপ্তাহে ভেসে ওঠা ওই তিমির পেট থেকে ২২ কেজি প্লাস্টিক বের করা হয়েছে।

ওই স্বেচ্ছাসেবী সংগঠনের প্রেসিডেন্ট লুকা বিটাও জানিয়েছেন, কী ছিল না তিমিটির পেটে! জঞ্জালের ব্যাগ, মাছ ধরার জাল, পাইপ, এমনকি ওয়াশিং মেশিনের ব্যাগ যার বারকোড আর ব্র্যান্ড-নামটিও অটুট রয়েছে। আরও অনেক কিছু রয়েছে, যা এখনও চিহ্নিত করা যায়নি।

লুকা জানান, প্রায় ৮ মিটার লম্বা তিমিটি অন্তঃসত্ত্বা ছিল। তবে ওই উপকূলে আছড়ে পড়ার বেশ কিছু আগে গর্ভস্থ ভ্রূণটি মারা যায়। মৃত্যুর প্রকৃত কারণ আরও বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষার পরই জানা যাবে বলে জানিয়েছেন একদল পশুচিকিৎসক।

ইতালির পরিবেশমন্ত্রী সের্গিয়ো কোস্টা ফেসবুকে দেয়া এক পোস্টে লিখেছেন, এখনও এমন কেউ কি আছেন, যিনি বলবেন এটা তেমন কোনও সমস্যাই নয়। আমার কাছে এটা সমস্যা এবং তা খুবই গুরুতর। আমরা গত কয়েক বছর ধরে নিজেদের সুবিধার জন্য যেভাবে প্লাস্টিক ও প্লাস্টিকজাত জিনিসপত্র ব্যবহার করে চলেছি, তারই ফল ভুগতে হচ্ছে আমাদের। আর সবচেয়ে বেশি ফল ভুগছে জীবজন্তুরা।

সম্প্রতি ইউরোপীয় পার্লামেন্টে একটি বিল পাস হয়েছে। ওই বিলে বলা হয়েছে— ২০২১ সালের মধ্যে সব ধরনের প্লাস্টিক ও প্লাস্টিকজাত জিনিসপত্র ব্যবহার পুরোপুরি বন্ধ করতে হবে। তার মধ্যে রয়েছে স্ট্র থেকে শুরু করে তুলার ‘বাড’ এমনকি প্লাস্টিকের চামচও।

ওই আইন মেনে চলার ক্ষেত্রে ইতালি মূল ভূমিকায় অবতীর্ণ হবে বলে জানিয়েছেন পরিবেশমন্ত্রী কোস্টা। তার কথায়, প্লাস্টিক ব্যবহারের বিরুদ্ধে আমাদের যুদ্ধ কেবল শুরু হয়েছে, যা সহজে থামবে না।

উপরে