শিরোনাম
সব প্রতিবেশীর সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চায় বাংলাদেশ: প্রধান উপদেষ্টা বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা আরোপে তৎপর ভারতীয় আমেরিকানরা টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা সাকিবের প্রথমবারের মতো ইউক্রেনে রাশিয়ার আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র হামলা কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনা নিহত সরকারের সমালোচনামূলক গান, ইরানি র‍্যাপারের মৃত্যুদণ্ড ২০ সেপ্টেম্বর থেকে বন্ধ হয়ে যাবে যাদের জিমেইল টিকটক নিষিদ্ধ হলো যুক্তরাষ্ট্রের ২০টির বেশি অঙ্গরাজ্যে সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন হান কাং বিশ্বসেরার স্বীকৃতি পেল ইস্তাম্বুল বিমানবন্দর গাজায় ১০০ ট্রাক ত্রাণ লুট করে নিল মুখোশ পরিহিতরা নিভে গেল বাতিঘর..... গুগল-অ্যাপলকে পেছনে ফেলে সবচেয়ে দামি ব্র্যান্ড অ্যামাজন পড়াশোনা শেষে ব্রিটেনে থাকতে পারবেন বিদেশি শিক্ষার্থীরা
Update : 28 April, 2019 01:37

ল্যাটিন আমেরিকায় সন্ত্রাসীদের আশ্রয়-প্রশিক্ষণ কেন্দ্র বাড়ছে: রাশিয়া

ল্যাটিন আমেরিকায় সন্ত্রাসীদের আশ্রয়-প্রশিক্ষণ কেন্দ্র বাড়ছে: রাশিয়া
মেইল রিপোর্ট :

ল্যাটিন আমেরিকায় সন্ত্রাসীদের আশ্রয় ও প্রশিক্ষণ কেন্দ্র হঠাৎ দ্রুতগতিতে বাড়ছে বলে জানিয়েছেন রাশিয়ার গ্ল্যাভনজ রাজভেদিভ্যাতেল’নজ আপ্রাভলেনিজ (জিআরইউ) সামরিক গোয়েন্দা সংস্থার প্রধান ইগোর কস্তিয়ুকভ।

অষ্টম মস্কো কনফারেন্স অন ইন্টারন্যাশনাল সিকিউরিটিতে বৃহস্পতিবার (২৫ এপ্রিল) তিনি একথা জানান বলে জানিয়েছে রুশ সংবাদ সংস্থা তাস।

কস্তিয়ুকভ জোর দিয়ে বলেন, নতুন ঝুঁকিগুলোর মধ্যে এই অঞ্চলে জিহাদিদের প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে আমরা বিশেষভাবে চিহ্নিত করতে পারি।

তার মতে, আল-কায়েদা ও আইএসআইএস’সহ বিভিন্ন সন্ত্রাসী সংগঠনগুলোর সঙ্গে সম্পৃক্ত একাধিক দলের চরমপন্থি কার্যক্রমের প্রত্যক্ষদর্শী হচ্ছে অঞ্চলটি।

এই রুশ কর্মকর্তা বলেন, এই দলগুলো মধ্যপ্রাচ্যে ও উত্তর আফ্রিকায় তাদের অবস্থান সুদৃঢ় করার জন্য যোদ্ধা ও অর্থ সংগ্রহ করছে।

তারা ছয় মিলিয়ন মুসলিম বসবাসকারী এই অঞ্চলে প্রাথমিকভাবে চরমপন্থি আদর্শ ছড়িয়ে দেয়ার জন্য এসব করছে বলেও উল্লেখ করেন জিআরইউ প্রধান কস্তিয়ুকভ।

গত ২৩-২৫ এপ্রিল অনুষ্ঠিত এই অষ্টম মস্কো কনফারেন্সের আলোচ্যসূচি ছিল অস্ত্র নিয়ন্ত্রণ ব্যবস্থার আধুনিকীকরণ, আধুনিক সামরিক বিপদ ও হুমকি বিষয় মতবিনিময় এবং আন্তর্জাতিক নিরাপত্তা।

কমপক্ষে ৩৫টি দেশের প্রতিরক্ষামন্ত্রী এবং ১০০টি রাষ্ট্রের এক হাজারের বেশি বিশেষজ্ঞ এই কনফারেন্সে যোগদান করেন।

তারা মধ্যপ্রাচ্য, এশিয়া, আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।

উপরে