ইতালিতে বর্ণবাদী হামলার শিকার দুই বাংলাদেশী
ইতালিতে বর্ণবাদী হামলার শিকার হয়েছেন দুই বাংলাদেশী। বুধবার রাত ১২ টার সময় কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে হঠাৎ কয়েকজন যুবক এ হামলা করে। আহতরা হলেন,মোহাম্মদ জাকারিয়া (৩৫) ও জাকির হোসেন(২৯)।তারা চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হয়েছেন।
দেশটির রাজধানী রোমের সেত্শল্লে এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা বলেন, বুধবার দিবাগত রাত ১২ টার পরে কর্মস্থল থেকে থেকে বাসায় ফেরার পথে পাঁচ থেকে ছয় জনের একদল যুবক তাদের গতিরোধ করে হঠাৎ তাদের উপর হামলা করে। এছাড়াও তারা বলেন, হামলাকারীরা দীর্ঘদিন যাবত তাদের নানাভাবে উত্যক্ত করে আসছিল কিন্তু তারা ঝামেলার কথা ভেবে প্রতিবাদ বা পুলিশকে জানায়নি।
এবিষয়ে ইতালিতে নিযুক্ত রাষ্ট্রদূত আব্দুস সোবাহান সিকদার বলেন, রোমে দুই বাংলাদেশীর উপর কে বা কারা যেন হামলা চালিয়েছেন। আহতদের আইনি সহায়তাসহ এ বিষয়ে যা করণীয় সবধরনের সহায়তা করার জন্য রোম দূতাবাস তাদের পাশে আছে।
স্থানীয় প্রবাসী বাঙ্গালীরা এ হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। এছাড়াও এসব বর্ণবাদী হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে পুলিশ মামলা নিয়ে হামলাকারীদের গ্রেফতারে তাদের অভিযান অব্যাহত রেখেছেন।